সংলাপের প্রস্তাব নাকচ

pmবিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সংলাপের প্রস্তাব নাকচ করে দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যার হাতে মানুষ পোড়া গন্ধ, যে মানুষকে মানুষ হিসেবে গণ্য করে না, যে জঙ্গিনেত্রী, তার সঙ্গে কিসের সংলাপ? শনিবার দুপুরে রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউটে পেশাজীবী সমন্বয় পরিষদের মহাসমাবেশে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বিএনপি একটি অবৈধ দল। দলটির জন্মই হয়েছে অবৈধ পন্থায়। বিএনপি ক্ষমতায় আসে লুটপাট করে খাওয়ার জন্য। এজন্য দেশের উন্নতি তাদের পছন্দ হয় না।
প্রধানমন্ত্রী বলেন, বিএনপি নেত্রী হরতাল-অবরোধের ডাক দিয়েছেন। তার হরতাল তো তার নিজ দলের নেতারাও মানেন না। বিএনপি নেতাদের সব ব্যবসা চলছে। তারা গাড়িতে ঘুরে বেড়ান। আর বিএনপি নেত্রী নিজেকে অফিসে অবরুদ্ধ রেখে একের পর এক কর্মসূচি দিচ্ছেন।
বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমদকে খালেদা জিয়াই আন্ডার গ্রাউন্ডে পাঠিয়েছে বলে দাবি করে প্রধানমন্ত্রী বলেন, সালাহ উদ্দিনকে নিজেই আন্ডার গ্রাউন্ডে পাচার করে খালেদা জিয়া এখন সরকারের ওপর দায় চাপাচ্ছে।
বিএনপি চেয়ারপারসনকে কোর্টস্বীকৃত ফেরারি আসামি উল্লেখ করে তিনি বলেন, সরকার নাকি গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করেছে। তাহলে গতকাল একজন ফেরারি আসামির প্রেস কনফারেন্সে সব গণমাধ্যমকর্মীরা কেন গেল? তাহলে আমরা কিভাবে তাদের স্বাধীনতা হস্তক্ষেপ করেছি।
তিনি বলেন, ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনে না আসার সিদ্ধান্ত খালেদা জিয়ার নিজের ব্যাপার। এখন আবার তিনি সংলাপে বসতে চান। সমঝোতা চান। এটা কেমন চরিত্র। সারা বিশ্ব এখন ৫ জানুয়ারির নির্বাচনকে স্বীকৃতি দিয়েছে।
শেখ হাসিনা বলেন, বেগম জিয়ার বক্তব্যে নাশকতায় দগ্ধদের জন্য কোনো সমবেদনা নেই বলেও দাবি করেন প্রধানমন্ত্রী। দেশের মানুষ লেখাপড়া শিখুক বিএনপি নেত্রী তা চান না। পরাজিত শক্তির পদলেহন করাই তাদের চরিত্র।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.