যুক্তরাষ্ট্রে সেনাবাহিনীর হেলিকপ্টার বিধ্বস্ত, নিখোঁজ ১১

halicopযুক্তরাষ্ট্রে সেনাবাহিনীর একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ১১ আরোহী নিখোঁজ রয়েছেন। নৌবাহিনীর ৭ সদস্য ও ৪ ক্রুসহ আরোহীদের সবাই প্রাণ হারিয়েছেন বলে ধারনা করা হচ্ছে।
গত মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে হেলিকপ্টারটি নিখোঁজ হয়। এগলিন নামে মার্কিন বিমান বাহিনীর ঘাঁটির কাছে ইউএইচ-৬০ ব্ল্যাক হক হেলিকপ্টারটি ঘন কুয়াশায় আচ্ছন্ন হয়ে পড়ে। তবে সে কারণেই দুর্ঘটনা ঘটেছে কিনা, সে ব্যাপারে এখনও নিশ্চিত হতে পারেনি কর্তৃপক্ষ। বিমান ঘাঁটির মুখপাত্র অ্যান্ডি বুরল্যান্ড বলেছেন, রাত ২টার দিকে উদ্ধারকারী দলগুলোর সদস্যরা হেলিকপ্টারটির ধ্বংসাবশেষ শনাক্ত করেছেন। তবে আরোহীদের ভাগ্যে কি ঘটেছে, তা এখন পর্যন্ত জানা সম্ভব হয়নি। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত চলছে।
হোয়াইট হাউসের মুখপাত্র জশ আর্নেস্ট এক বিবৃতিতে নিহতদের প্রতি গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারবর্গের সঙ্গে সমবেদনা প্রকাশ করেন। মর্মান্তিক এ দুর্ঘটনায় মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ফোন করে শোক ও সমবেদনা জানিয়েছেন। দুর্ঘটনার কারণ উদ্‌ঘাটনে তদন্তের কাজ চলছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.