চীনা আইফোন ব্যবহারকারীরা আর নতুন আইফোন ৭ কিনছে না। হাতে থাকা পুরনো মডেলের আইফোনটিতেই ঠিক আইফোন ৭ এর মতো কভার ও অন্যান্য অংশ লাগিয়ে নিচ্ছে! বুদ্ধিটা বেশ জনপ্রিয় হচ্ছে সেখানে।
পুরনো আইফোনকে আইফোন ৭ এ রূপান্তরে অনলাইন মার্কেটগুলোও দিচ্ছে বিভিন্ন অফার। আইফোন সিক্স ও সিক্স এসের ক্যামেরা, হেডফোন সবই হুবহু আইফোন ৭ আদলে তৈরি করে দিচ্ছে তারা।
বেইজিংয়ের একজন বিপণন কর্মী বলেন, ‘আমার আইফোন ৭ কেনার মতো টাকা নেই। শেনজেনে একটি ফার্ম আমার আইফোন সিক্স মডেলটির কেসিং বদলে একটি নকল আইফোন ৭ এর কেসিং লাগিয়ে দিয়েছে। আমি শুধু লোকদেখানোর জন্য এটা করেছি। আমি জানি না এটা বৈধ কি না।’
অনলাইন মার্কেটগুলোর ওয়েবসাইটেও পাওয়া যাচ্ছে প্রয়োজনীয় সব স্টিকার, কেসিং, কভার, হেডফোন ও ছোট ছোট হার্ডওয়্যার। এখানে আইফোন ৭ এর নকল অনেক কিছু্ই সহজলভ্য। বিশ্বখ্যাত অনলাইন শপিং মার্কেট আলিবাবাও বাদ যায়নি এ বিজ্ঞাপন ও সরবরাহ থেকে।
তবে এতে ক্ষতি হচ্ছে অ্যাপলের। তৃতীয় প্রান্তিকে বিক্রি হ্রাস পেয়েছে আইফোন ৭ এর। মঙ্গলবার প্রতিষ্ঠানটি এমন তথ্যই জানিয়েছে।
এছাড়া চীনে তাদের ব্যবসা মন্দা। বছরের তৃতীয় প্রান্তিকে চীনে ৩০ শতাংশ রাজস্ব হারিয়েছে। বর্তমানে তা কমে ৮৭৯ কোটি ডলারে নেমেছে।
ধারণা করা হচ্ছিল স্মার্টফোনের বাজারে স্যামসাং গ্যালাক্সি নোট ৭ এর বিক্রি বন্ধ আইফোনের একচ্ছত্র আধিপত্যের সুযোগ তৈরি করবে। কিন্তু অ্যাপল সে সুযোগ এখনো পর্যন্ত কাজে লাগাতে পারেনি। বরং হ্রাস পেয়েছে বিক্রি ও কদর দুটোই।
চীনে আইফোনের চাহিদাও খুব সামান্য। স্থানীয় স্মার্টফোন নির্মাতাদের সঙ্গেই প্রতিযোগিতায় ঠিকতে পারছে না অ্যাপল। হুয়াওয়ে, ভিভো ও অপ্পোর মতো কোম্পানিগুলোর সঙ্গে পেরে উঠছে না। ওইসব প্রতিষ্ঠান অনেক কম দামে আইফোন সেভেনের মতোই ফিচার ও সেবা দিচ্ছে।
গ্রাহকরা বলছেন, আইফোন সেভেনের ফিচারগুলো আগের আইফোন ভার্সনের চেয়ে খুব বেশি উন্নত নয়।