মালয়েশিয়ায় মানবপাচারের সিন্ডিকেট ধরতে মাঠে ইমিগ্রেশন

mal20161026233112মালয়েশিয়ায় মানবপাচারের সঙ্গে জড়িত দালাল থেকে শুরু করে মূলহোতা, এমনকি পুরো সিন্ডিকেট ধরতে মাঠে নেমেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। সেইসঙ্গে দেশটিতে অবৈধভাবে প্রবেশের ব্যাপারগুলোকে চিহ্নিত করতে রয়েল মালয়েশিয়ান পুলিশের সহযোগিতা চেয়েছেন ইমিগ্রেশন বিভাগের মহাপরিচালক দাতুক সেরি মুস্তাফার আলী।

তিনি বলেছেন, আমি ব্যক্তিগতভাবে পুলিশ এবং অন্যান্য কর্তৃপক্ষের সঙ্গে সাক্ষাৎ করেছি এটা নিশ্চিত করার জন্য যে, মূল প্রবেশপথগুলো দিয়ে আর যেন কেউ অবৈধভাবে ঢুকতে না পারে। দেশটির বিভিন্ন গণমাধ্যমে মানবপাচারের খবর প্রকাশিত হচ্ছে।

একটি সূত্রে জানা গেছে, ইমিগ্রেশন বিভাগে কর্মরত একটি সিন্ডিকেট জনপ্রতি ২০০ থেকে ২৫০০ রিঙ্গিত পর্যন্ত নিয়ে এ যাবত ১৬ হাজারেরও বেশি মানুষকে অবৈধভাবে মালয়েশিয়ায় ঢুকতে দিয়েছে। ওই সিন্ডিকেট ২০১৪ সাল থেকে এ পর্যন্ত প্রায় ১৮ মিলিয়ন রিঙ্গিত উপার্জন করেছে।

স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, মোটা অংকর ঘুষ গ্রহণের অভিযোগে মালয়েশিয়া ইমিগ্রেশন পুলিশের উচ্চপদস্থ ৩৭ কর্মকর্তাকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশের বিশেষ একটি দল। গত দুই বছরের একটি জরিপে দেখানো হয়েছে, এ পর্যন্ত প্রায় ১৮ মিলিয়ন রিঙ্গিত ঘুষ নিয়েছে এই ৩৭ কর্মকর্তা।

অন্য একটি প্রতিবেদনে বলা হয়, ইমিগ্রশন বিভাগের কম্পিউটারে অবৈধ অভিবাসীদের যে কালো তালিকাভূক্ত করা ছিল সেখান থেকেও বড় অংকের অর্থের বিনিময়ে কালো তালিকা থেকে বাদ দেয়া হতো। ইতোমধ্যে নিজেদের অপকর্মের দায় স্বীকারও করেছে আটককৃতরা।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.