স্কুলছাত্র সাঈদ হত্যা : সিলেট ওলামা লীগ নেতার স্বীকারোক্তি

STUDENTসিলেট অফিস : নগরীতে স্কুলছাত্র আবু সাঈদ অপহরণ ও খুনের ঘটনায় জেলা ওলামা লীগের সাধারণ সম্পাদক নূরুল ইসলাম রাকিব আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছেন।

সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দ্বিতীয় আদালতের বিচারক ফারহানা ইয়াসমিনের আদালতে সোমবার দুপুরে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেন তিনি।

সিলেট মেট্রোপলিটনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মুহাম্মদ রহমত উল্লাহ ওলামা লীগ নেতার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেওয়ার বিষয়টি দ্য রিপোর্টকে নিশ্চিত করেছেন।

সকালে স্কুলছাত্র আবু সাঈদকে অপহরণ ও খুনের ঘটনায় গ্রেফতার হওয়া র‌্যাবের কথিত সোর্স আতাউর রহমান গেদার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

এর আগে রবিবার হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেফতার হওয়া এসএমপির বিমানবন্দর থানার পুলিশ কনস্টেবল এবাদুর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেন।

নগরীর কুমাপাড়া ঝর্ণারপাড়র পুলিশ কনস্টেবল এবাদুরের বাসা থেকে শনিবার রাতে বস্তাবন্দী অবস্থায় রায়নগর দর্জিবন্দের আবদুল মতিনের ছেলে ও হযরত শাহ মীর (র.) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্র আবু সাঈদের লাশ উদ্ধার করে পুলিশ। বুধবার রাতে অপহৃত হয়েছিল স্কুলছাত্র আবু সাঈদ।

এ ঘটনায় পুলিশ কনস্টেবল এবাদুর, সিলেট জেলা ওলামা লীগের সাধারণ সম্পাদক নূরুল ইসলাম রাকিব ও র‌্যাবের কথিত সোর্স আতাউর রহমান গেদাকে গ্রেফতার করে পুলিশ।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.