লন্ডনী কন্যার সঙ্গে বিয়ের পিঁড়িতে ওয়াহেদ

Wahed_newsঢাকা: জাতীয় ফুটবল দলের অন্যতম সেরা ফরোয়ার্ড ওয়াহেদ আহমেদের বিয়ে আগামী ৮ এপ্রিল। লন্ডন প্রবাসী শেহনাজ আহমেদ প্রিয়ার সঙ্গে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন দেশ সেরা এ ফরোয়ার্ড।

ফেসইবুকে দু’জনের পরিচয়, তারপর বন্ধুত্ব। আর শেষ পরিণতি বিয়ে। ঠিক এভাবেই গত দেড় বছরের সম্পর্ক পূর্ণতা পাচ্ছে।

গত বছর জুনে প্রিয়া ইংল্যান্ড থেকে বাংলাদেশে আসলে সিলেটে পারিবারিকভাবে দু’জনের প্রথম সাক্ষাত হয়। সে মাসেই পারিবারিক সম্মতিতে আংটি বদলের কাজটিও সেরে রাখা হয়। কনে প্রিয়ার জন্ম ইংল্যান্ডে। তিনি ডিপ্লোমা করছেন লন্ডনের একটি শিক্ষা প্রতিষ্ঠানে। তার বাবার বাড়ি সিলেটের তাজপুরে।

আগামী ৮ এপ্রিল প্রিয়াকে ঘরে তুলবেন ওয়াহেদ আহমেদ। এ উপলক্ষে আগামী ২৬ মার্চ লন্ডন থেকে বাংলাদেশে আসছেন শেহনাজ আহমেদ প্রিয়া। নতুন জীবন শুরুর আগে সবার দোয়া চেয়েছেন ওয়াহেদ।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.