মিডিয়া থেকে হারিয়ে যাওয়ার পথে। এর মধ্যে আবার তার সঙ্গে দূরত্ব বজায় রাখার জন্যই নির্মাতা মিলন ভট্টাচার্য সবাইকে পরামর্শ দিয়েছেন। তবে এ দূরত্ব তার নির্মিতব্য একটি নাটকের ক্ষেত্রে প্রযোজ্য। আসছে ঈদুল ফিতরে প্রচারের লক্ষ্যে নির্মিতব্য ‘দূরত্ব বজায় রাখুন’ নামের একটি নাটকে অভিনয় করছেন শখ। রাজধানীর উত্তরায় একটি শুটিং হাউসে নাটকটির কাজ সম্পন্ন হয়েছে। নাটকে ভালোবাসার জন্য মরিয়া নীলা চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। এ প্রসঙ্গে শখ বলেন, ‘নির্মাতা হিসেবে মিলন ভাই সত্যিই অনেক ভালো একজন নির্মাতা। তার প্রতিটি নাটকেই দর্শকের কাছে একটি ম্যাসেজ/ থাকে। এই নাটকেও আছে। আশাকরি নাটকটি দর্শকের কাছে উপভোগ্য হবে।’ আসছে ঈদে একটি স্যাটেলাইট চ্যানেলে
প্রচার হবে নাটকটি। শখ গত সপ্তাহে মেহেদী হাসানের ‘ব্রেকআপ’ নাটকে অভিনয় করেছেন। প্রথম লটের কাজ শেষ করেছেন তিনি সাগর জাহান পরিচালিত নতুন ধারাবাহিক
‘মধ্যবিত্ত সুখ অসুখ’।
আরও খবর