হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুই কোটি টাকা মূল্যের ২০৮ কেজি বিদেশী ওষুধ জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর। সোমবার বিকেলে বিমানবন্দরের কার্গো হোল থেকে ওষুধগুলো জব্দ করা হয়।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের সহকারী পরিচালক উম্মে নাহিদা আক্তার এ তথ্য নিশ্চিত করেছেন।
জব্দ ওষুধের মধ্যে রয়েছে— কোলেস্টেরলনাশক ওষুধ, হৃদরোগ, ব্যথানাশক, মাইগ্রেন ব্যথা ও রক্তস্বল্পতা দূর করার ওষুধ।
উম্মে নাহিদা আক্তার বলেন, ওষুধগুলো মিশরের ইওয়াই-২৫৮ ফ্লাইটে ৫ মার্চ বিমানবন্দরে নিয়ে আসা হয়। আরবি কনস্ট্রাকশন এ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের নামে এ সব সব ওষুধ আমদানি করা হয়।
তিনি আরও বলেন, সোমবার কার্গো হোল থেকে খালাসের জন্য মালামাল পরীক্ষা-নিরীক্ষা করতে গিয়ে অবৈধ এ ওষুধ ধরা পড়ে। আমদানিকারক প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানান।