কলকাতার চলচ্চিত্রে বাংলাদেশী নায়িকাদের চাহিদা দিন দিন বাড়ছে। জয়া আহসান, মাহিয়া মাহি, কুসুম শিকদার, রুহি, সোহানা সাবার পর এবার কলকাতার চলচ্চিত্রে নাম লেখাচ্ছেন ববি।
বিক্রম চোপড়া পরিচালিত ‘রংবেরং’ নামের একটি চলচ্চিত্রে অভিনয় করবেন ববি। এপ্রিল থেকে ছবিটির দৃশ্যধারণের কাজ শুরু হওয়ার কথা রয়েছে।
ববি জানান, এ উপলক্ষে আগামী মাসে কলকাতা যাচ্ছেন তিনি। ছবিটির দৃশ্যধারণের বেশীরভাগ অংশ হবে ইতালীতে। ছবিটিতে ববির সহশিল্পী হিসেবে থাকছেন আসিফ আজিম ও ইন্দ্রনীল।
এ ছাড়া জাজ মাল্টিমিডিয়ার প্রযোজনায় ‘পিকনিক’ নামের একটি ছবিতেও অভিনয় করছেন ববি। এতে তার বিপরীতে রয়েছেন কলকাতার চিত্রনায়ক ওম।
এদিকে চলতি মাসের ২৭ মার্চ মুক্তি পাচ্ছে ববি অভিনীত চলচ্চিত্র ‘অ্যাকশন জেসমিন’। ইফতেখার চৌধুরী পরিচালিত ছবিটিতে তাকে প্রথমবারের মতো দ্বৈত চরিত্রে দেখা যাবে।