কূটনৈতিক রিপোর্টার
বাংলাদেশের আকাশ দিয়ে উড়ে যাবে সৌরশক্তি চালিত প্রথম উড়োজাহাজ। সুইজারল্যান্ডের বার্টট্রেন্ড পিকার্ড এবং আন্দ্রে বোরসবার্গ সৌর শক্তির প্রথম উড়োজাহাজ ‘সোলার ইমপালস ২’ দিয়ে আজ ভারত থেকে মিয়ানমার যাচ্ছেন। ঢাকায় সুইস দূতাবাস বুধবার এ কথা জানিয়েছে।
সৌর শক্তির প্রথম উড়োজাহাজ ‘সোলার ইমপালস ২’ গত ৯ মার্চ আবু ধাবি থেকে বিশ্বভ্রমনের অংশ হিসাবে উড়তে শুরু করে। এটি বর্তমানে ভারতে রয়েছে। সবকিছু পরিকল্পনা মাফিক চললে উড়োজাহাজটি আজ বাংলাদেশের আকাশ দিয়ে মিয়ানমার যাবে।
এক ফোটা জ্বালানী তেল ছাড়াই এই উড়োজাহাজ দিনে ও রাতে উড়তে সক্ষম। বাণিজ্যিক এয়ারক্রফটের চেয়ে তিনগুণ চালিকা শক্তি রয়েছে এই উড়োজাহাজের। সুইস ফেডারেল ইন্সষ্টিটিউট অব টেকনেসালজি লোসানির একদল কারিগরিবিদ ও বিজ্ঞানী এই প্রকল্পে কাজ করেন।
প্রশান্ত মহাসাগর অতিক্রম করার পূর্বে এই প্রথম সৌরশক্তির উড়োজাহাজ ওমান, ভারত, মিয়ানমার ও চীনে অবতরণ করছে। তারপর এটি যাত্রাবিরতি করবে মার্কিন যুক্তরাষ্ট্র এবং শেষ অবধি আটলান্টিক মহাসাগর অতিক্রম করে যাবে দক্ষিন ইউরোপ কিংবা উত্তর আফ্রিকা।
সোলার ইমপালস হলো টেকসই সম্পদ ব্যবহারের একটি প্রচার অভিযান। এটার একটি সুনির্দিষ্ট লক্ষ্য থাকবে। সোনার ইমপালসের ধারণার জš§ নিয়েছে সুইজারল্যান্ডে। সোলার ইমপালসের উড়োজাহাজ এবং এই প্রকল্পে যুক্ত পাইলটরা সুইজারল্যান্ডের নাগরিক। এটা শিক্ষা, গবেষণা এবং উদ্ভাবনের পক্ষে সুইস শক্তির প্রমাণ।
আরও খবর