৩৭ জন বাংলাদেশিকে পাচারের অভিযোগে এক বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করেছে লিবিয়ার পুলিশ। ওই পাচারকারীর নাম সুজন। তিনি বাংলাদেশি কর্মীদের অবৈধভাবে লিবিয়ায় পাচার করছিলেন। খবর লিবিয়া এক্সপ্রেসের।
লিবিয়ায় বাংলাদেশ অ্যাম্বাসির ফেসবুক পেজে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশ অ্যাম্বাসির সহযোগিতায় দেশটির পুলিশ তাকে গ্রেফতার করতে পারে।
লিবিয়ার গারওয়ান শহরে সম্প্রতি ওই ৩৭ জন অবৈধ বাংলাদেশি চাকরি প্রত্যাশীকে আটক করা হয়েছিল। পরে তাদের দেশটির আল-হামরা বন্দিশালায় বন্দি করে রাখা হয়েছে।