রোহিতের ‘নট আউট’ নিয়ে ফেসবুকে সমালোচনার ঝড়

rohitবাংলাদেশ-ভারত ম্যাচে ২ ফিল্ড আম্পায়ারের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। রোহিত শর্মার নিশ্চিত আউটকে ‘নো বল’ ডেকে বাংলাদেশকে হতাশ করেছেন ইংলিশ আম্পায়ার ইয়ান গোল্ড। এর পর পরই সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় উঠেছে। দৈনিক ইত্তেফাকের সিনিয়র রিপোর্টার দেবব্রত মুখোপাধ্যায় তার ফেসবুক পেজে লিখেছেন, ‘কাল রাতেই বলছিলাম, ‘ভারতকে জেতানোর চেষ্টা হয়তো বাজিকররা করবে না। তবে ওরা যাতে না হারে, সে জন্য আইসিসির প্রেসিডেন্ট থেকে শুরু করে পিয়ন, সবাই জানপ্রাণ দিয়ে চেষ্টা করবে। তা-ই করছে। ১১টা ছেলে এক বিভৎস অসম লড়াই লড়ছে।’

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক পরিচালক জামিল উদ্দিন তার ফেসবুকে ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটিয়েছেন। তিনি লিখেছেন, ‘এ রকম বিশ্রি চুরি করলে কি ভারতের সঙ্গে জেতা সম্ভব হবে।’

দৈনিক সকালের খবরের উপ-ক্রীড়া সম্পাদক আরিফুর রহমান বাবু তার ফেসবুকে লিখেছেন, ‘ইংরেজরা এখন ভারতের চামচা হয়ে গেছে। এটা কি নো বল?’

গাজী টিভির ক্রীড়া প্রতিবেদক মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড থেকে ফেসবুকে লিখেছেন, ‘এটা যদি নো বল হয় তাহলে আমার সাংবাদিকতাই ছেড়ে দেয়া উচিত। ডেফিনেটলি ইটস নট এ নো বল। ইউ নো ওয়াট! ইটস এ ক্রাইম।’

বিডি নিউজের ক্রীড়া প্রতিবেদক রুবেল জুবায়ের লিখেছেন, ‘আলিম দার পদ্মভূষণ আর ইয়ান গোল্ড ভারতরত্ন পাচ্ছেন আগামী বছর!!!’

দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমের বার্তা সম্পাদক হোসেন শহীদ মজনু তার ফেসবুকে লিখেছেন, ‘নো বল মানি না, ইংল্যান্ডের আম্পায়ার প্রত্যাহার করো…।’

ফেসবুক পেজে চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সারওয়ার ফারুকী লিখেছেন, ‘আমি দুঃখের সঙ্গে বলছি, ক্রিকেট বৈশ্বিক একটা খেলা। আমি পরিষ্কার জানতে চাই, কোনো অযৌক্তিক কারণে ফুটবল বিশ্বকাপের ভেন্যু কি কোনোভাবে পরিবর্তন করা সম্ভব। এই ধরনের সিদ্ধান্ত কোনো যুক্তির মধ্যে পড়ে না মি. আম্পায়ার।’

মাছরাঙ্গা টেলিভিশনের সাংবাদিক রুহুল মাহফুজ জয় তার ফেসবুকে লিখেছেন, ‘এটা কোনো মতেই নো বল নয়। বাংলাদেশ ভারতের সঙ্গেই খেলছে না; তারা ব্যবসায়িক প্রতিষ্ঠান আইসিসি ও আম্পায়ারের সঙ্গে খেলছে।’

চ্যানেল টুয়েন্টিফোর -এর প্রতিবেদক শোয়েব তার ফেসবুকে লিখেছেন, ‘বাংলাদেশের বিপক্ষে ১৩ জন খেলছে।’

উল্লেখ্য, ম্যাচের দুই অন ফিল্ড আম্পায়ারের একজন পাকিস্তানের আলিম দার, অন্যজন ইংল্যান্ডের ইয়ান গোল্ড। থার্ড আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করছেন অস্ট্রেলিয়ার স্টিভ ডেভিস। আর চতুর্থ আম্পায়ার হিসেবে থাকছেন অস্ট্রেলিয়ার সাবেক তারকা ক্রিকেটার পল রাইফেল।
– See more at: http://www.thereport24.com/article/94748/index.html#sthash.WwJMdM5V.dpuf

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.