সৌদিতে নতুন ভিসা ফি লাখ টাকারও বেশি

indexসৌদি আরবে এক বছরের ভিসা ফি পাঁচ হাজার এবং দুই বছরের ফি আট হাজার রিয়েল নির্ধারণ করা হয়েছে। যা বাংলাদেশি মুদ্রায় এক রিয়াল সমমান ২০ দশমিক ৭৮ টাকা হিসেবে যথাক্রমে এক লাখ হাজার ৩৯০০ টাকা এবং এক লাখ ৬৬ হাজার ২৪০ টাকা।

বৃহস্পতিবার সৌদির সর্বোচ্চ কাউন্সিলে নতুন ভিসা ফি অনুমোদন করা হয়। সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, বিনিয়োগকারী ও ব্যবসায়ীরা এখন থেকে সর্বোচ্চ দুই বছরের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা পাবেন।

এতে ব্যবসায়ীরা প্রয়োজনমতো বারবার সৌদি আরবে আসা-যাওয়া করতে পারবেন। এর আগে দেশটিতে মাল্টিপল ভিসার মেয়াদ ছিল এক বছর। সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক ভিসা কনসালটেন্ট জানিয়েছেন, নতুন ফি অনুযায়ী এক বছর বা দুই বছরের ভিসার জন্য যথাক্রমে পাঁচ হাজার ও আট হাজার রিয়েল দিতে হবে।

তবে একবার সৌদি আরবে প্রবেশের জন্য দুই হাজার রিয়াল দিতে হবে বলে জানান ওই কর্মকর্তা।এদিকে নতুন ফি নির্ধারণের আগে কূটনৈতিক ও অন্য সূত্রগুলো জানিয়েছিলন বাড়তি ফি সৌদি আরবের তেল-নির্ভর অর্থনীতিতে রূপান্তরে প্রয়োজনীয় বৈদেশিক বিনিয়োগকে বাধাগ্রস্ত করার ঝুঁকিতে ফেলবে।

এ উদ্বেগের জবাবে বাণিজ্যমন্ত্রী মাজিদ আল কাসাবির বরাতে তার মুখপাত্র এক বিবৃতিতে বলেছেন, ‘মন্ত্রী নিশ্চিত করেছেন যে প্রবেশ ভিসার ফি সৌদি আরবে বিদেশি বিনিয়োগ আনার ক্ষেত্রে প্রভাব ফেলবে না। বরং বেশি বিনিয়োগের মাধ্যমে সৌদি আরব মানসম্পন্ন বৈদেশিক বিনিয়োগ আকৃষ্ট করতে চাইছে।’

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.