ঢাকা: হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মোবাইল ফোন ও ওষুধসহ প্রায় দুই কোটি টাকার মালামাল উদ্ধার করেছে কাস্টমস কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (১৯ মার্চ) বিকেল ৩টার দিকে বিমানবন্দরের কুরিয়ার সার্ভিস থেকে এসব উদ্ধার করা হয়।
কাস্টমস কর্তৃপক্ষের সহকারী কমিশনার (প্রিভেন্টিভ)রিয়াজুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব মালামাল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে ১৪টি আইফোন, ৩৫টি স্যামসাং মোবাইল সেট, এক হাজার পিস কাপড়, দুই হাজার মেমোরি কার্ড ও বিভিন্ন ধরনের ওষুধ।
কম্পিউটারের বিভিন্ন যন্ত্রাংশের মধ্যে আড়ালে এগুলো আনা হয়েছে। এগুলোর মুল্য প্রায় দুই কোটি টাকা। যেসব প্রতিষ্ঠানের নামে কম্পিউটারের যন্ত্রাংশগুলো আনা হয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান রিয়াজুল ইসলাম।