উড়োজাহাজেও মিরান্ডার ব্যায়াম!

miranda_ke-1ব্যায়াম আর পাহাড় বেয়ে চলার প্রতি সবসময় আগ্রহ দেখান মিরান্ডা কার। তাই বলে উড়োজাহাজে চলাকালেও যে তিনি ব্যায়ামে ডুবে থাকবেন তা কে জানতো! অস্ট্রেলিয়ান এই সুপারমডেল জাপানিজ টিভি অনুষ্ঠানে জানান, যেখানে থাকেন না কেনো সংক্ষিপ্ত আকারে হলেও ব্যায়ামের জন্য সময় বের করেন। এমনকি উড়ে বেড়ালেও শরীরচর্চায় ডুবে থাকেন।

কাজের জন্য প্রচুর সময় আকাশপথে থাকতে হয় মিরান্ডাকে। তাই ফিট থাকতে ব্যায়ামে কাজে লাগান সেটা। ৩১ বছর বয়সী এই তারকা জাপানিজ টিভি অনুষ্ঠানে বলেছেন, ‘তারুণ্যে ব্যায়ামবিদ ছিলাম। এরপর যোগব্যায়াম শুরু করি। হাতে ১০ মিনিট পেলেও অনুশীলনে কাজে লাগাই। মন, শরীর ও উদ্যমের ভারসাম্য রক্ষায় এটা কাজে আসে। আমার তো মনে হয় প্রত্যেকেই ব্যায়াম উপভোগ করে।’miranda_kerr 2

উড়োজাহাজে আসনে বসেই অল্প-স্বল্প ব্যায়াম সেরে নেন মিরান্ডা। এটা নাকি পাকস্থলীর জন্য বেশ উপকারী। ব্যক্তিজীবনে মিরান্ডা এক সন্তানের মা। তার ছেলে ফ্লিনের বয়স চার বছর। হলিউড অভিনেতা অরল্যান্ডো ব্লুমের সঙ্গে সংসার করার সময় মা হন তিনি।

শরীরচর্চা পাশাপাশি নিয়মিত স্বাস্থ্যসম্মত খাবার খেয়ে থাকেন মিরান্ডা। তবে চকোলেট আর ফ্রাইড চিকেন থেকে নিজেকে বঞ্চিত করেন না! তার ভাষ্য, ‘তরতাজা শাক-সবজির মতো শতকরা ৮০ শতাংশ স্বাস্থ্যসম্মত খাবার খেতে ভালো লাগে আমার। খাবার থেকেই নিজের পুষ্টি পাই।’

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.