স্মার্টফোন ব্যবসাকে বিদায় জানাতে পারে এইচটিসি!

htc-one-nexusসাম্প্রতিক সময়ে তাইওয়ানের প্রতিষ্ঠান এইচটিসিকে সুস্পষ্টভাবে গুগলের পিক্সেল স্মার্টফোন তৈরিতে মনোযোগ দিতে দেখা গেছে। তবে প্রতিষ্ঠানটি তাদের নিজেদের কোন স্মার্টফোন নিয়ে কাজ করছে এমন তথ্য পাওয়া যায়নি।

এইচটিসি তাদের স্মার্টফোন ব্যবসা থেকে খুব ভালো আয় করতে পারছেনা বলেও খবর আছে। গুজব শোনা যাচ্ছে যে, প্রতিষ্ঠানটি ২০১৭ সাল নাগাদ তাদের স্মার্টফোন ব্যবসা বিক্রি করে দিতে পারে। তাইওয়ানের সংবাদ সংস্থা মাই ড্রাইভারসের এক প্রতিবেদনে জানা যায়, প্রতিষ্ঠানটি তাদের মোবাইল ফোনের ব্যবসা বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে। এমনকি ইতোমধ্যে এইচটিসি’র স্মার্টফোন ব্যবসা কেনার আগ্রহ প্রকাশ করেছে ৪টি প্রতিষ্ঠান। আর এর মধ্যে তাইওয়ানের একটি। তবে প্রতিবেদনে এও বলা হয়েছে প্রতিষ্ঠানটি এমন গুজবকে অস্বীকার করেছে। তবে বিশ্লেষকরা দাবি করছেন, বিক্রির চুক্তি সাইনের আগে কোন প্রতিষ্ঠানই বিষয়টি স্বীকার করে না।

অন্যদিকে সফটওয়্যার বিষয়ক ওয়েব সাইট সফটপিডিয়া’র ধারণা সার্চ গুগল হতে পারে এইচটিসি’র স্মার্টফোন ব্যবসা কেনার আগ্রহী প্রতিষ্ঠান। আর এমনটা হলে প্রথমবারের মতো সার্চ জায়ান্ট গুগলের স্মার্টফোন শিল্পের কোন গুরুত্বপুর্ণ ব্র্যান্ডকে অধিগ্রহণ করা হবে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.