বাংলাদেশে অনুষ্ঠিত হলো আন্তর্জাতিক কলেজিয়েট প্রোগামিং কনটেস্ট

aspcবাংলাদেশে অনুষ্ঠিত হলো বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ দলভিত্তিক বার্ষিক প্রোগামিং প্রতিযোগিতা আন্তর্জাতিক কলেজিয়েট প্রোগামিং কনটেস্ট (এসিএম-আইসিপিসি)। শনিবার রাজধানীর ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকে (ইউএপি) অনুষ্ঠিত হয় এই প্রতিযোগিতা।

ইউএপি’র কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের আয়োজনে ঢাকা আঞ্চলিক প্রতিযোগিতায় ১০টি সমস্যা সমাধান করে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীদের দল ‘বুয়েট রায়ো’। বুয়েটের আরেক দল ‘বুয়েট ওমনিট্রিক্স’ প্রথম রানারআপ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের দল ‘ডিইউ সেন্সরড’ দ্বিতীয় রানারআপ হয়েছে। দল দুটি যথাক্রমে নয়টি ও আটটি সমস্যার সমাধান দিতে পেরেছে।

বিজয়ী দল আগামী ২০ থেকে ২৫ মে আমেরিকার সাউথ ডাকোটাতে অনুষ্ঠিতব্য এসিএম-আইসিপিসি’র ওয়ার্ল্ড ফাইনাল-২০১৭ তে অংশগ্রহণ করবে। এছাড়াও বিভিন্ন ক্যাটাগরিতে প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার হিসেবে দেওয়া হয় চার লাখ টাকা।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মান্নান, বিশ্ববিদ্যালয়টির উপাচার্য জামিলুর রেজা চৌধুরী এবং ইউএপি এর ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান কাইয়ুম রেজা চৌধুরীসহ আরো অনেকে।

১৯৯৮ সাল থেকে এসিএম-আইসিপিসি আন্তর্জাতিক চূড়ান্ত প্রতিযোগিতায় বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নিয়মিতভাবে অংশগ্রহণ করে আসছে। দুই ধাপে অনুষ্ঠিত এই প্রতিযোগিতাটিতে এ বছর প্রাক-নির্বাচনী প্রতিযোগিতায় এবং মূল প্রতিযোগিতায় মোট ১ হাজার ৬৬৫টি দল নিবন্ধন করেন। যার মধ্যে ৮১টি প্রতিষ্ঠানের ১ হাজার ৫৬৬টি দল অংশগ্রহণ করে। এছাড়া এবারই প্রথমবার ১২৯টি মেয়েদের দল অংশগ্রহণ করে এই প্রতিযোগিতায়।

২০১৫ সালে ৭৫টি শিক্ষা প্রতিষ্ঠানের ৯৮৫টি দল অংশগ্রহণ করেছিল। বাংলাদেশের তরুণ প্রোগ্রামারদের এই ক্রমাগত আগ্রহ বৃদ্ধি (৬৫% এর অধিক) বিশ্ব দরবারে অবস্থান তৈরিতে সহায়তা করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.