একবার একটি ছবিতে অভিনয় করেছিলেন রজনীকান্ত। ছবিটি বক্স অফিসে তেমন সাফল্য পায়নি। তখন নাকি পরিবেশক ও প্রযোজকদের টাকা ফেরত দিয়েছিলেন রজনীকান্ত। সিক্রেটটি প্রকাশ করেছেন অক্ষয় কুমার। রোবটের পোস্টার প্রকাশ অনুষ্ঠানে এসে একথা বলেছেন অক্ষয়।
‘রজনী স্যার শুধু একজন সুপারস্টারই নন। তিনি সম্পূর্ণ একটা গ্যালাক্সি। সুপারস্টার হওয়ার এটাই সবচেয়ে বড় চিহ্ন।’ গতকাল রোববার ২০ নভেম্বর মুম্বাইয়ে যশরাজ স্টুডিওতে সুপারস্টার রজনীকান্তর ‘২.০’ ছবির পোস্টার উন্মোচন অনুষ্ঠানে এ কথা বলেন অক্ষয় কুমার। ‘রোবট ২.০’ নিয়েও অনেক কথা বলেছেন অক্ষয়। ছবিতে তিনি ভিলেনের ভূমিকায় অভিনয় করেছেন।
অক্ষয় জানিয়েছেন, তিনি ২৫ বছরের ক্যারিয়ারে মেকআপ নিতেন না। কিন্তু এই ছবিতে সেটা পূরণ হয়ে গেছে। ৩ ঘণ্টা লেগেছে তার মেক আপ করতে। মেকআপ তোলাটাও ছিল বেশ কঠিন। ১ ঘণ্টা সময় লাগত তার মেক আপ তুলতে। যখন তাকে মেকআপ আর্টিস্টরা মেকআপ করতেন, তিনি টেলিভিশনে কত ছবি দেখেছেন!
অক্ষয় জানিয়েছেন, তার সহ্যক্ষমতা বেশি। কিন্তু এই ছবিটা করতে গিয়ে তার সহ্যক্ষমতা আরও বেড়েছে। এর জন্য তিনি রোবট ২-এর পরিচালক শঙ্কর ও সুপারস্টার রজনীকান্তকে ধন্যবাদ দিয়েছেন। তারা যে রোবট ২-এ ভিলেন চরিত্রের জন্য তাকে নির্বাচন করেছেন, তাতে তিনি কৃতজ্ঞ।
রবিবার মুম্বাইয়ে ছবিটির ‘ফার্স্ট লুক’ মুক্তি পেল করণ জোহরের উপস্থাপনায়। ‘২.০’-এর ‘ফার্স্ট লুক’ নিজের টুইটার হ্যান্ডেলে পোস্ট করেছেন অক্ষয় নিজেও। ছবিটি তৈরি হয়েছে তামিল ও তেলুগু ভাষায়। হিন্দি ডাবিংয়ের কাজও প্রায় শেষ। ছবিতে সঙ্গীত পরিচালকের ভূমিকায় রয়েছেন এ আর রহমান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রজনীকান্তর দুই সহশিল্পী অ্যামি জ্যাকসন ও অক্ষয় কুমার, পরিচালক এস শঙ্কর এবং অস্কারজয়ী সুরকার এ আর রহমান।
২০১০ সালে বক্স অফিসে ঝড় তুলেছিল সুপারস্টার রজনীকান্তের ‘রোবট’। ‘রোবট’ ছবির সিক্যুয়েল ‘২.০’। এবারের পর্বে ড. রিচার্ড চরিত্রে অভিনয় করেছেন অক্ষয় কুমার। আর বিজ্ঞানী বাসিগারানের ভূমিকায় এবারও থাকছেন রজনীকান্ত। ২০১৭ সালে মুক্তি পেতে চলেছে ‘২.০’।