কাদা ছোড়াছুড়ি বন্ধ করো

shmim-osman-pm-md20161123002327নারায়ণগঞ্জের প্রভাবশালী ওসমান পরিবারের সদস্য ও স্থানীয় সংসদ সদস্য শামীম ওসমানকে উদ্দেশ্য করে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কাদা ছোড়াছুড়ি বন্ধ করো। মঙ্গলবার রাতে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে বৈঠক চলাকালে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, তোমরা কাদা ছোড়াছোড়ি না করে ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে এবং নৌকার প্রার্থীকে বিজয়ী করবে এটাই আমি চাই।

বৈঠকে উপস্থিত একাধিক নেতা জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামনে নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভীর বিরুদ্ধে বিস্তারিত অভিযোগ তোলেন স্থানীয় এই সংসদ সদস্য।

আইভীর বিরুদ্ধে অভিযোগ এনে শামীম ওসমান বলেন, আইভী আপনার বিরুদ্ধে, আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে এবং আমি শামীম ওসমানের বিরুদ্ধে যা-ইচ্ছা তাই বলেন। তাকে মনোনয়ন দেয়া এবং তার পক্ষে নারায়ণগঞ্জের নেতাকর্মীদের নির্বাচনী কাজে নামানো কঠিন হয়ে পড়বে।

শামীম ওসমানের করা অভিযোগ সমর্থন জানিয়ে আইভীর বিরুদ্ধে আরো কড়া অভিযোগ আনেন নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন।

এ সময় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আমার বিরুদ্ধে কথা বললে সেটা আমি দেখবো। তাছাড়া আইভী আমার বিরুদ্ধে, তোমার বিরুদ্ধে, নারায়ণগঞ্জ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে কথা বলে এসব আমি এই মুহূর্তে শুনতে চাই না। আওয়ামী লীগ আইভীকে মনোনয়ন দিয়েছে আইভীর পক্ষে তোমাদের কাজ করতে হবে। এর বাইরে আর কোনো কথা আমি শুনবো না।

দলীয় প্রধান মেয়র প্রার্থী আইভীর পক্ষে অবস্থান নেয়ায় নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন বলেন, নেত্রী আমি আর নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করতে চাই না। আমি পদত্যাগ করতে চাই। আমাকে অনুমতি দিন। আমি বিদায় নিতে চাই।

এমন বক্তব্যের প্রেক্ষিতে শেখ হাসিনা বলেন, রিজাইন লেটার দাও। তারপর বিদায় দিয়ে দেবো।

স্থানীয় সংসদ সদস্য, নারায়ণগঞ্জ জেলা ও মহানগর আওয়ামী লীগ একের পর এক আইভীকে দোষারোপ করে বক্তব্য রাখলেও সব অভিযোগ অস্বীকার করেন মেয়র প্রার্থী।

তিনি বলেন, নেত্রী আমি আপনার বিরুদ্ধে কখনোই কোনো কথা বলিনি। আমার বিরুদ্ধে আনা সব অভিযোগ মিথ্যা, বানোয়াট। নারায়ণগঞ্জে একটি শ্রমিক সমবেশে বক্তব্যে আমি বলেছি, জয়বাংলা শুধু আওয়ামী লীগের শ্লোগান নয়। জয়বাংলা বাঙালির শ্লোগান। আমি বলেছি ওসমান পরিবার নারায়ণগঞ্জে আওয়ামী লীগকে কুক্ষিগত করতে চায়।

এ সময় শেখ হাসিনা বলেন, সত্যিই তো জয়বাংলা বাঙালির শ্লোগান।

আইভী বলেন, আমি নারায়ণগঞ্জে ত্বকী হত্যার প্রতিবাদ করেছি। আমি তখন শামীম ওসমানের পক্ষ নেইনি এটাই আমার অপরাধ।

আইভীর বিরুদ্ধে একে পর এক অভিযোগ আনতে থাকলে তিনি শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বলেন, ঠিক আছে আপা মনোনয়ন আনোয়ার ভাইকে দেন। আমি নির্বাচন করবো না।

অভিযোগ, পাল্টা অভিযোগ ও আইভীর যুক্তি খণ্ডনের মধ্য দিয়ে মঙ্গলবার নারায়নগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন ও স্থানীয় আওয়ামী লীগের ভেতরে ঐক্য ফিরিয়ে আনতে গণভবনে অনুষ্ঠিত সভায় এক পর্যায়ে আইভী-শামীম দুজনই উত্তেজিত হয়ে পড়েন।

শেখ হাসিনা বলেন, ফুটবল খেলায় জিততে হলে স্টাইকার লাগে। নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে স্টাইকার আইভী। ওর পক্ষে কাজ করো, নৌকা বিজয়ী করো।

বৈঠক সূত্র জানায়, আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা যখন আইভীর পক্ষে কাজ করতে সবাইকে নির্দেশ দেন তখন শামীম ওসমানসহ নারায়ণগঞ্জের সব নেতাকর্মী নৌকার পক্ষে কাজ করার অঙ্গীকার করেন।

তখন শেখ হাসিনাকে উদ্দেশ্য করে শামীম ওসমান বলেন, আপা আমি ও আমরা আপনার ছায়াতলে থাকতে চাই।

প্রধানমন্ত্রী বলেন, আগে আইভীকে বিজয়ী করে আনো তখন ছায়াতলে থাকবা।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.