জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদের বিরুদ্ধে রাডার ক্রয় দুর্নীতির মামলায় পুনরায় সাক্ষ্য নেয়া সংক্রান্ত দুদকের করা আবেদনের শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে বৃহস্পতিবার আদেশ দেয়া হবে।
বিচারপতি এম, ইনায়েতুর রহিম ও বিচারপতি জেবিএম হাসান সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি ডিভিশন হাইকোর্ট বেঞ্চ বুধবার আদেশের জন্য এদিন ধার্য করে।
আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন দুদকের আইনজীবী খুরশীদ আলম খান। রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী এটর্নি জেনারেল শহিদুল ইসলাম খান।
এর আগে ৮ নভেম্বর এরশাদের বিরুদ্ধে রাডার কেনায় দুর্নীতির মামলাটিতে পুনরায় সাক্ষীর সাক্ষ্য নিতে রাষ্ট্রপক্ষের আবেদন খারিজ করে দেয় বিচারিক আদালত।
উল্লেখ্য, ফ্রান্সের থমসন সিএসএফ কোম্পানির অত্যাধুনিক রাডার না কিনে বেশি দামে যুক্তরাষ্ট্রের ওয়েস্টিন কোম্পানির রাডার কিনে রাষ্ট্রের ৬৪ কোটি ৪ লাখ ৪২ হাজার ৯১৮ টাকা আর্থিক ক্ষতির অভিযোগ আনা হয় এরশাদের বিরুদ্ধে। -বাসস।