বাংলাদেশে নিযুক্ত মায়ানমারের রাষ্ট্রদূত মিও মিন্ট থানকে (Myo Myint Than) তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। ঢাকায় মায়ানমারের রাষ্ট্রদূতকে তলব করে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ।
বুধবার (২৩ নভেম্বর) দুপুরে মায়ানমারের রাষ্ট্রদূত পররাষ্ট্র মন্ত্রণালয়ে এলে সচিব (দিপাক্ষিক) কামরুল আহসান তার সঙ্গে সাক্ষাত করেন। এসময় রোহিঙ্গা নির্যাতন এবং বাংলাদেশে তাদের অনুপ্রেবেশ নিয়ে উদ্বেগ জানানো হয়। রাষ্ট্রদূতের মাধ্যমে তিনি রোহিঙ্গাদের উপর চলমান নির্যাতন বন্ধে আহ্বান জানান।