উখিয়া ও টেকনাফ উপজেলার বিভিন্ন সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টাকারী ২৫২ জন রোহিঙ্গাকে মিয়ানমারে ফেরত পাঠিয়েছে বিজিবি ও পুলিশ।
বুধবার সকাল থেকে বৃহস্পতিবার সকাল ৬টার মধ্যে এদের ফেরত পাঠানো হয়।
এর মধ্যে উখিয়া সীমান্তে বিজিবি ৭৪ জনকে ও উখিয়া থানা পুলিশ ৬২ জন রোহিঙ্গাকে মিয়ানমারে ফেরত পাঠিয়েছে।
৩৪ বিজিবি’র অধিনায়ক ইমরান উল্লাহ সরকার ও উখিয়া থানার ওসি আবুল খায়ের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এদিকে টেকনাফের হ্নীলা ইউনিয়নের লেদা থেকে শিশুসহ ১১৬ জন রোহিঙ্গা নারী পুরুষকে মিয়ানমারে ফেরত পাঠিয়েছে বিজিবি। বৃহস্পতিবার ভোরে এইচ কে আনোয়ারের প্রজেক্ট থেকে তাদের ফেরত পাঠানো হয়। এর আগে তাদের মানবিক সহায়তা প্রদান করা হয়।
লেদা বিওপি’র কোম্পানি কমান্ডার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।