শাহজালালে যাত্রীর শার্টের কলারে স্বর্ণ

GOLD-হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এম এ মালেক (৫০) নামে এক যাত্রীর শার্টের কলারে রাখা স্বর্ণ উদ্ধার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে স্বর্ণসহ তাকে আটক করা হয়। মালেক পুরান ঢাকার তাঁতীবাজার এলাকার স্বর্ণ ব্যবসায়ী।

বিমানবন্দর আর্মড পুলিশের সহকারী পুলিশ সুপার (মিডিয়া) তানজিনা আকতার জানান, মালেক মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে বিজি-০৮৭ ফ্লাইটে সকালে শাহজালাল বিমানবন্দরে পৌঁছান। এ সময় সন্দেহ হলে তার ব্যাগ ও শরীর তল্লাশি করে ৮০০ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়। উদ্ধার স্বর্ণের মধ্যে অলঙ্কার ও ছোট ছোট পাত রয়েছে। এর আনুমানিক বাজার মূল্য ৪০ লাখ টাকা। মালেকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.