ঢাকা, বাংলাদেশ, মার্চ ২৩, ২০১৫ – সম্প্রতি দেশের দ্বিতীয় বৃহত্তম মোবাইল ফোন অপারেটর বাংলালিংক এবং ওকাপিয়া মোবাইল একটি চুক্তি স্বাক্ষর করেছে। বাংলালিংক এর প্রধান র্কাযালয়ে চুক্তিটি স্বাক্ষরিত হয়েছে। চুক্তি অনুযায়ী ২০ এপ্রিল ২০১৫ এর মধ্যে বাংলালিংক প্রিয়জন গ্রাহকেরা ওকাপিয়া স্মার্ট ফোন ও ট্যাব কিনলেই নগদ ক্যাশব্যাক অফার পাবেন। এই বিশেষ সুবিধায় বাংলালিংক প্রিয়জন গ্রাহকেরা ৩০০ টাকা থেকে র্সবোচ্চ ৩০০০ টাকা র্পযন্ত নগদ ছাড় পাবেন।
উক্ত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোলায়মান আলম, মার্কেটিং ডিরেক্টর, বাংলালিংক; মাহবুবুল আলম, হেড অফ ম্যাস র্মাকেট, লয়্যাল্টি এন্ড র্পাটনারশীপ, বাংলালিংক; আহমেদ তুহিন রেজা, লয়্যাল্টি এন্ড র্পাটনারশীপ সিনিয়র অ্যাসিস্টেন্ট ম্যানেজার, বাংলালিংক; ইয়াসির আরাফাত হোসেন, লয়্যাল্টি এন্ড র্পাটনারশীপ অ্যাসিস্টেন্ট ম্যানেজার, বাংলালিংক; মো: তোফাজ্জল হোসেন, ম্যানেজিং ডাইরেক্টর, ওকাপিয়া মোবাইল; মো: শাহাদাত হোসেন, ন্যাশনাল সেলস ম্যানেজার (এনএসএম), ওকাপিয়া মোবাইল; মনসুর আহমেদ, হেড অফ স্ট্রাটেজী, ওকাপিয়া মোবাইল এবং কাজী ফয়সাল আহমেদ, হেড অফ মার্কেটিং, ওকাপিয়া মোবাইল।
বাংলালিংকের মার্কেটিং ডিরেক্টর জনাব সোলায়মান আলম বলেন, ‘বাংলালিংক সবসময় নতুন কিছু শুরুর মাধ্যমে গ্রাহকদের সেবায় নিরলস কাজ করছে এবং তারই ধারাবাহিকতায় এই চুক্তি। বাংলালিংক গ্রাহকদের আরো উন্নত সেবাদানে এমন একটি আর্কষণীয় অফার নিয়ে আসায় ওকাপিয়া মোবাইল কে ধন্যবাদ জানান তিনি।