ঢাকা, ২৩ মার্চ, ২০১৫: ৩১ বছর বয়সী ইতিহাদ এয়ারওয়েজের ফার্স্ট অফিসার শরীফ আল রোমাইথি এমব্রে-রিডেল অ্যারোনটিক্যাল ইউনিভার্সিটি থেকে এভিয়েশনের উপর পিএইচ.ডি ডিগ্রী লাভ করা প্রথম আমিরাতি নাগরিক। এই ডিগ্রী তাঁকে এভিয়েশনের উপর বিশ্বের সর্বকনিষ্ঠ পিএইচ.ডি ধারকের স্বীকৃতি দিয়েছে পাশাপাশি এই ব্যাতিক্রমী বিষয়ে বিশ্বের পিএইচ.ডি ধারকের তালিকায় অষ্টম স্থানে অধিষ্ঠিত করেছে।
শরীফ ২০০৭ সালে ক্যাডেট পাইলট হিসেবে সংযুক্ত আরব আমিরাতের ন্যাশনাল এয়ারলাইন ইতিহাদ এয়ারওয়েজে যোগদান করেন। এরপর এয়ারলাইনের বিশেষ পাইলট প্রশিক্ষণ প্রোগ্রাম দক্ষতার সাথে শেষ করে ইতিহাদ এয়ারওয়েজ ক্যাডেট পাইলট থেকে ফার্স্ট অফিসার হিসেবে নিযুক্ত হন।
শরীফ আল রোমাইথি বলেন-“এই অনন্য ডিগ্রী প্রাপ্তির সুযোগ দেয়ার জন্য আমি ইতিহাদ এয়ারওয়েজের প্রতি কৃতজ্ঞ। পাশাপাশি আমি আমার সহকর্মীদের বলতে চাই তারা যেনো স্বপ্ন দেখা বন্ধ না করে তাদের লক্ষ্যে এগিয়ে যায়। ব্যর্থতাকে ভয় না পেয়ে বরং জীবনে ঝুঁকি নিয়ে এগিয়ে যেতে হয়। তবেই সাফল্যের দেখা মেলে। ভবিষ্যতে আমি আমার দায়িত্ব যথাযথভাবে পালন করব।“
ইতিহাদ এয়ারওয়েজের প্রেসিডেন্ট এবং চীফ এক্সিকিউটিভ অফিসার জেমস হোগান বলেন-“ সংযুক্ত আরব আমিরাতের ন্যাশনাল এয়ারলাইন হিসেবে আমাদের ব্যবসার প্রতিটি ক্ষেত্রে আমিরাতিরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তাদের উন্নতি এয়ারলাইনের সার্বিক উন্নয়নের অংশ স্বরূপ। আমরা আমাদের অভিনব আমিরাতাইজেশন, প্রশিক্ষণ এবং শিক্ষা বিত্তি কর্মসূচীর মাধ্যমে আরব আমিরাতের ন্যাশনাল এয়ারলাইনের জন্য দক্ষ স্টাফ তৈরি করছি যাতে তারা ভবিষ্যতে নেতৃত্ব দিতে পারে এবং এয়ারলাইন ও বিমান খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে।”
হোগান আরো বলেন-“স্বপ্ন জয়ের এবং এয়ারলাইন তথা সংযুক্ত আরব আমিরাতের উন্নয়নে আমরা প্রতিভাবান আমিরাতিদের বিকাশে ক্রমাগত কাজ করে যাচ্ছি তারই অনন্য উদাহরণ শরীফ। তাঁর মতো আমিরাতিদের দক্ষতা ও জ্ঞান বৃদ্ধিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। আমরা শরীফের অ্যাকাডেমিক শিক্ষা অর্জনে গর্বিত এবং ভবিষ্যতে তাঁর কর্মজীবনের আরো বিস্তৃতি কামনা করছি।
আরও খবর