ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম জানিয়েছেন, অনলাইনে পর্নোগ্রাফি বন্ধে কঠোর অবস্থানে যাচ্ছে সরকার। সোমবার সচিবালয়ে এ সংক্রান্ত এক সভা শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
তারানা হালিম জানান, অনলাইনে আপত্তিকর কনটেন্ট ও পর্নোগ্রাফি বন্ধের জন্য বিটিআরসি’র একজন মহাপরিচালকের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে। ওই কমিটি সাতদিনের মধ্যে অনলাইনে আপত্তিকর কনটেন্ট সংযুক্ত ওয়েবসাইটের তালিকা তৈরি করবে এবং এগুলো বন্ধে কারিগরি প্রস্তাবনা দেবে।
প্রতিমন্ত্রী জানান, ওই তালিকা ও প্রস্তাবনা পাওয়ার পর পর্নোগ্রাফি ও আপত্তিকর কনটেন্ট থাকা সাইটগুলো বন্ধের প্রক্রিয়া শুরু হবে। যেসব ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে প্রতিষ্ঠান এসব কনটেন্ট বন্ধ করবে না, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
তিনি বলেন, ‘অনলাইনে পর্নোগ্রাফির সহজলভ্যতা সমাজে বিরূপ প্রভাব ফেলছে। এ কারণেই অনলাইনে পর্নোগ্রাফি বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু করা হচ্ছে।’