এশিয়া প্যাসিফিক অঞ্চলের বৃহত্তম মিডিয়া উৎসব এর জুরি হলেন জিয়াউদ্দিন আদিল

Adilঢাকা, বাংলাদেশ: দেশের শীর্ষ মিডিয়া এজেন্সি টপ অব মাইন্ড এর সিইও জনাব জিয়াউদ্দিন আদিল “এশিয়া প্যাসিফিক মিডিয়া উৎসব ২০১৫” এর চূড়ান্ত জুরি দলের একজন সদস্য নির্বাচিত হয়েছেন।“ এশিয়া প্যাসিফিক মিডিয়া উৎসব” বিপনণ বিশেষজ্ঞ এবং মিডিয়া প্রফেশনালদের অংশগ্রহণে অনুষ্ঠিত এ অঞ্চলের বৃহত্তম সমাগম যা সিঙ্গাপুরে ২৩-২৪ মার্চ ২০১৫তে অনুষ্ঠিত হচ্ছে।
উক্ত উৎসবে শীর্ষ মিডিয়া সংস্থাগুলোর সেরা ক্যাম্পেইনগুলোকে নেতৃস্থানীয় মার্কেটিং এবং মিডিয়া প্রফেশনালগণ যাচাই বাছাই করেন যার মধ্য দিয়ে চূড়ান্ত বাছাইয়ের জন্য একটি সংক্ষিপ্ত তালিকা তৈরি করা হয়। তারপর একটি বিশেষজ্ঞ প্যানেল এই সংক্ষিপ্ত তালিকা থেকে বিজয়ীদের নির্বাচন করেন। উৎসবের গালা অ্যাওয়ার্ড নাইটে বিজয়ীদের পুরস্কার প্রদান করা হয়।
উৎসবটিতে প্রথমবারের মতো একজন বাংলাদেশী মিডিয়া প্রফেশনালকে চূড়ান্ত পর্যায়ের বিশেষজ্ঞ প্যানেলের বিচারক হিসাবে নির্বাচিত করা হয়েছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.