ঢাকা মেডিক্যাল কলেজ ও হাসপাতালের টয়লেট থেকে সোহেল (৪২) নামে এক সাজাপ্রাপ্ত কয়েদি পালিয়ে গেছে। তিনি একটি মাদক মামলায় ২ বছরের সাজাপ্রাপ্ত। এ ঘটনায় নজরুল ইসলাম ও আব্দুল আজিজ নামে দুই কারারক্ষীকে সাময়িক বরখান্ত করা হয়েছে।
কারাসূত্র জানায়, মঙ্গলবার দুপুরে কেরানীগঞ্জ কারাগার থেকে সোহেলকে অসুস্থ অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ২১৭ নং ওয়ার্ডে ভর্তি করা হয়। তার নিরাপত্তায় দুই কারারক্ষী নিয়োজিত ছিলেন। সোহেল বাথরুমে গেলে বাইরে দুই কারারক্ষী দাঁড়িয়েছিলেন। পরে ৩০ মিনিট ধরে সোহেল বাথরুম থেকে বের না হলে কারারক্ষীরা সেখানে তল্লাশি করে তাকে খুঁজে পায়নি।
কেরানীগঞ্জ কারাগারের সিনিয়র জেলসুপার জাহাঙ্গীর কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দায়িত্বে অবহেলার অভিযোগে দুই কারারক্ষীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।