ভারতে ‘ডায়াল অ্যান উবার’ চালু

mnrlj4cউবারের সার্ভিস পেতে ভারতীয়দের এখন আর অ্যাপ ডাউনলোড করার ঝামেলা পোহাতে হবে না। গাড়ি ভাড়া করতে ‘ডায়াল অ্যান উবার’ ফিচার চালু করেছে উবার। ভারতের বেশিরভাগ মানুষ যাতে সহজে উবার সার্ভিস গ্রহণ করতে পারে তার জন্যই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

ভারতের ২৯টি প্রদেশে এ সার্ভিস চালু করা হয়েছে। ‘ডায়াল অ্যান উবার’ ফিচারটি আগস্ট মাসে পরীক্ষা-নিরীক্ষা করেছিল উবার। এই ফিচারের মাধ্যমে ফোন থেকে উবারের নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে সার্ভিস পাওয়া যাবে। ফিচারটিতে শুধুমাত্র নিজের ফোন নম্বর দিতে হবে। পরবর্তীতে পরিচয় নিশ্চিত হলে, সার্ভিস শেষে নগদ টাকা পরিশোধ করতে হবে।

উবার ভারতের হেড অব ইঞ্জিনিয়ারিং অপূর্ব দালাল বলেন, ‘সবার জন্য উবারের সার্ভিস নিশ্চিতকরণে গ্রাহকদের নতুন এই ফিচার ব্যবহারের সুযোগ সৃষ্টি করা হলো।’

ভারতে উবারের প্রতিদ্বন্দী অ্যাপ ‘ওলা’ও তার প্লাটফর্মে কিছু পরিবর্তন এনেছে। ভারতীয়দের আকৃষ্ট করতেই এই পরিবর্তন এনেছে প্রতিষ্ঠানটি। স্মার্টফোনে টেক্সট মেসেজ করে গাড়ি ভাড়া করার সুবিধা চালু করেছে ‘ওলা’।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.