জাতিসংঘের “ইন্টারন্যাশনাল ডে অব সলিডারিটি উইথ দ্যা প্যালেস্টানিয়ান পিপলস্”(ফিলিস্তিনের জনগণের সঙ্গে সংহতি দিবস) উদযাপন উপলক্ষে জাতিসংঘ আয়োজিত বিশেষ সভায় যোগ দিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট মো: সোহরাব উদ্দিন এম.পি ও সেলিম উদ্দিন এম.পি। দিবসটি উপলক্ষে প্রদত্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাণী উক্ত সভায় গৃহীত হয়।
অ্যাডভোকেট মো: সোহরাব উদ্দিন বাংলাদেশ আওয়ামী লীগ থেকে নির্বাচিত কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য এবং সেলিম উদ্দিন জাতীয় পার্টি থেকে নির্বাচিত সিলেট-৫ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয় সংসদের বিরোধীদলীয় হুইপ।
দিবস উপলক্ষে ফিলিস্তিনি জনগণের আত্মনিয়ন্ত্রণ অধিকারের সাথে সংহতি প্রকাশ করে সভায় বক্তব্য দেন জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পিটার থমসন, নিরাপত্তা পরিষদের সভাপতি ও জাতিসংঘে নিযুক্ত সেনেগালের স্থায়ী প্রতিনিধি ফোডে সেক, ফিলিস্তিনি জনগণের আত্মনিয়ন্ত্রণ অধিকার রক্ষা সংক্রান্ত কমিটির ভাইস প্রেসিডেন্ট ও জাতিসংঘে নিযুক্ত ইন্দোনেশিয়ার স্থায়ী প্রতিনিধি দিয়ান ট্রিয়ানসিয়া জানী।
জাতিসংঘের মহাসচিব বান কি-মুনের বানী পড়ে শোনান ডেপুটি সেক্রেটারি জেনারেল ইয়ান ইলিয়াসন। জাতিসংঘে নিযুক্ত প্যালেস্টাইনের স্থায়ী পর্যবেক্ষক রিয়াদ মনসুর ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস প্রেরিত বাণী এ সভায় পাঠ করেন। এছাড়া ন্যাম, ওআইসি, আরব লিগ, আফ্রিকান ইউনিয়নসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিগণ ফিলিস্তিনি জনগণের সাথে সংহতি প্রকাশের উদ্দেশ্যে উদযাপিত আন্তর্জাতিক দিবসের এ সভায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।
সভার পরে সংসদ সদস্যদ্বয় জাতিসংঘে নিযুক্ত ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন এর স্থায়ী পর্যবেক্ষক মিজ্ প্যাট্রিসিয়া অ্যান টোরস্নে এর সাথে সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে পারস্পরিক সৌহার্দ্য বিনিময়ের পাশাপাশি এমপিদ্বয় বাংলাদেশে সংসদীয় ব্যবস্থা সম্পর্কে স্থায়ী পর্যবেক্ষককে অবহিত করেন এবং বাংলাদেশে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা ও আর্থ-সামাজিক উন্নয়নের অব্যাহত অগ্রযাত্রার কথা তুলে ধরেন। বাংলাদেশে আইপিইউ’র যে সম্মেলন হতে যাচ্ছে তা আরও সাফল্যমণ্ডিত করতে ভূমিকা রাখার জন্য মিজ্ প্যাট্রিসিয়া অ্যান টোরস্নে কে অনুরোধ জানান।
এরপর তাঁরা নিউইয়র্কে অবস্থিত বাংলাদেশ কনস্যুলেট জেনারেল অফিস পরিদর্শন করেন। মেশিন রিডেবল পাসপোর্টসহ বিভিন্ন নাগরিক সেবা সংক্রান্ত বিষয়ে সংসদ সদস্যদ্বয় খোঁজখবর নেন এবং সেবার মান সংক্রান্ত বিভিন্ন বিষয়ে উপস্থিত সেবা গ্রহণকারীদের বক্তব্য শোনেন ও তাৎক্ষনিক পরামর্শ দেন।
এর আগে দুপুরে সংসদ সদস্যদ্বয় বাংলাদেশ স্থায়ী মিশনের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন। স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেনের সভাপতিত্বে মিশনস্থ বঙ্গবন্ধু মিলনায়তনে এই ব্রিফিং সেশন অনুষ্ঠিত হয়। তাঁরা জাতিসংঘের চলতি অধিবেশনের বিভিন্ন কমিটিতে বাংলাদেশের অংশগ্রহণ ও সংশ্লিষ্টতা সম্পর্কে অবহিত হন।
উল্লেখ্য জাতিসংঘ সাধারণ পরিষদের চলতি ৭১তম অধিবেশনের বিভিন্ন কর্মসূচিতে যোগদান উপলক্ষে সংসদ সদস্যদ্বয় সরকারি সফরে নিউইয়র্কে অবস্থান করছেন।