সিডনিতে মলিন আনুশকার হাসি

Anuska -1প্রেমিকা আনুশকা শর্মার হাসি মলিন করে দিয়েছে প্রেমিক বিরাট কোহলি ও তার দল ভারত।

বিশ্বকাপ ক্রিকেটের সেমিফাইনালে ভারত-অস্ট্রেলিয়া হাইভোল্টেজ ম্যাচ। এরচেয়েও বড় কথা এই ম্যাচে খেলবেন বিরাট কোহলি। তাই তো তড়িঘড়ি করে অস্ট্রেলিয়ার সিডনিতে উপস্থিত হয়েছিলেন কোহলির প্রেমিকা ভারতীয় অভিনেত্রী আনুশকা শর্মা। বৃহস্পতিবার সিডনি ক্রিকেট গ্রাউন্ড স্টেডিয়ামে গ্যালারিতে বাড়তি গ্ল্যামারও যোগ করেছে তার উপস্থিতি। ম্যাচের শুরুতে বেশ হাসিখুশিই দেখা গেছে ‘পিকে’খ্যাত এই অভিনেত্রীকে। কিন্তু অস্ট্রেলিয়া আগে ব্যাটিং করে ৩২৮ রান করার পর অন্যান্য ভারতীয় সমর্থকদের মতো আনুশকার হাসিও খানিকটা মলিন হয়েছে সিডনিতে। আর ভারতীয় ব্যাটিংয়ের সময় বিরাট কোহলির আউটের পর পুরোপুরিই মলিন হয়ে গেছে তার হাসি।

প্রেমিকা আনুশকার উপস্থিতির কারণেই হোক কিংবা অস্ট্রেলিয়ার পাহাড়সম রানের নিচে চাপা পড়েই হোক ব্যাট হাতে সফল হতে পারেননি কোহিল। ব্যক্তিগত ১ রানেই বিদায় নিয়েছেন তিনি। তাকে অস্ট্রেলিয়ান উইকেট রক্ষক ব্র্যাড হেডিনের গ্লাভসবন্দী করেছেন পেসার মিশেল জনসন। ভারতের সংগ্রহ তখন ২ উইকেট হারিয়ে ৭৮ রান।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.