নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ শুরু হয়েছে।
সোমবার সকাল ১০টা থেকে নারায়ণগঞ্জ ক্লাব মিলনায়তনে প্রতীক বরাদ্দ শুরু হয়।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং অফিসার নুরুজ্জামান তালুকদার প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেন।
আওয়ামী লীগ প্রার্থী সেলিনা হায়াৎ আইভী (নৌকা), বিএনপি প্রার্থী সাখাওয়াত হোসেন খান (ধানের শীষ), বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির মাহবুবুর রহমান ইসমাইল (কোদাল), বাংলাদেশ কল্যাণ পার্টির রাশেদ ফেরদৌস (হাতঘড়ি), এলডিপির কামাল প্রধান (ছাতা), ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. মাসুম বিল্লাহ (হাতপাখা) এবং ইসলামী ঐক্যজোটের মুফতি এজহারুল হক (মিনার) প্রতীক পেয়েছেন।
প্রতীক বরাদ্দ উপলক্ষে নগরীতে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।