ইউএস-বাংলার বহরে যুক্ত হচ্ছে তৃতীয় উড়োজাহাজ

Planespottersঢাকা: ইউএস-বাংলা এয়ারলাইন্সের বহরে যুক্ত হতে যাচ্ছে তৃতীয় উড়োজাহাজ ড্যাশ-৮ কিউ ৪০০।

ইসলামী ব্যাংক বাংলাদেশের অর্থায়নে কেনা তৃতীয় উড়োজাহাজটি চলতি বছরের মে মাসের প্রথম সপ্তাহের মধ্যে বাংলাদেশে পৌঁছাবে বলে আশা এয়ারলাইন্স কর্তৃপক্ষের।

গত ২৪ মার্চ সিঙ্গাপুরে ইউএস-বাংলা এয়ারলাইন্স ও ডেনমার্কের নরডিক এভিয়েশনের মধ্যে স্বাক্ষরিত হয়েছে দ্বিপাক্ষিক ক্রয়-চুক্তি।

বুধবার (২৫ মার্চ) ইউএস-বাংলা এয়ারলাইন্সের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ইউএস-বাংলা এয়ারলাইন্সের সবগুলো উড়োজাহাজই কানাডার বোম্বারডিয়ারের তৈরি ৭৬ আসনের সর্বাধুনিক ড্যাশ-৮ কিউ৪০০।
উড়োজাহাজ দিয়ে অভ্যন্তরীণ রুট ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার, যশোর, সিলেট ও সৈয়দপুরে প্রতিদিনের ফ্লাইট সংখ্যা বাড়ানোসহ কাঠমাণ্ডু, থিম্পু, ইয়াঙ্গুন, কলকাতার মতো আঞ্চলিক রুটগুলোতে ফ্লাইট পরিচালনার প্রস্তুতি নিচ্ছে প্রতিষ্ঠানটি।

বর্তমানে ইউএস-বাংলা এয়ারলাইন্স অভ্যন্তরীণ রুটে সর্বোচ্চ সংখ্যক যাত্রী পরিবহনসহ সর্বাধিক গন্তব্যে ফ্লাইট পরিচালনা করার রেকর্ড অর্জন করেছে। চলতি বছরের মধ্যেই কুয়ালালামপুর, সিঙ্গাপুর, ব্যাংকক, আবুধাবি, দোহা, মাসকাট, জেদ্দাসহ অন্য গন্তব্যে ফ্লাইট পরিচালনার কার্যক্রম প্রক্রিয়াধীন।

এছাড়াও রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে ১৫ জন ক্রু প্রদানের মাধ্যমে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। ক্রুদের মধ্যে রয়েছেন ক্যাপ্টেন, ফার্স্ট অফিসার ও কেবিন ক্রু।

গত ৫ মার্চ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রধান কার্যালয়ে উভয়ের মধ্যে একটি দ্বিপাক্ষিক সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.