এভিয়েশন নিউজ: ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর জুতার ভেতর থেকে ২৮টি স্বর্ণের বার উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দারা।
শুক্রবার সকাল ৯টার দিকে বিমানবন্দরের ইমিগ্রেশন পার হওয়ার সময় বাহার নামে ওই যাত্রীকে তল্লাশি করে এ স্বর্ণ উদ্ধার করা হয়। পরে তাকে বিমানবন্দর থানায় সোপর্দ করা হয়।
শুল্ক ও গোয়েন্দা অধিদফতরের উপ-কমিশনার মোস্তাফিজুর রহমান জানান, দুবাই থেকে আসা এমিরেটস এয়ারলাইন্সের ইকে ৫৮২ ফ্লাইটটি সকাল সাড়ে ৮টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অবতরণ করে।
যাত্রীরা ইমিগ্রেশন পার হওয়ার হওয়ার সময় বাহার নামে এক যাত্রীকে সন্দেহ হলে তার লাগেজসহ শরীরে তল্লাশি চালানো হয়। পরে তার জুতা কেটে ভেতরে ২৮টি স্বর্ণের বার পাওয়া যায়।
মোস্তাফিজুর রহমান জানান, উদ্ধারকৃত স্বর্ণের ওজন ৩ কেজি ২৬ গ্রাম, যার আনুমানিক মূল্য ১ কোটি ৫ লাখ টাকা। আটক বাহারের বাড়ি কুমিল্লায় বলে জানান এই শুল্ক গোয়েন্দা কর্মকর্তা।