জোলিই পাচ্ছেন ছয় সন্তানের অভিভাবকত্ব

299acd256a56208a9d4c38bc3278c2dc-5হলিউড তারকা অ্যাঞ্জেলিনা জোলি ও ব্র্যাড পিটের মধ্যে ছয় সন্তানের অভিভাবকত্ব নিয়ে যে আইনি লড়াই চলছিল, এবার তার নিষ্পত্তি হতে চলেছে। জোলির একজন মুখপাত্র গত সোমবার বলেছেন, অ্যাঞ্জেলিনা জোলির কাছেই থাকবে তাঁর ও ব্র্যাডের ছয় সন্তান। আগে যেমন সন্তানদের বাবা তাদের সঙ্গে দেখা করার সুযোগ পেতেন, সেভাবেই দেখা-সাক্ষাৎ করতে পারবেন মাঝেমধ্যে।

মার্কিন সাময়িকী ভ্যারাইটির একটি প্রতিবেদনে বলা হয়েছে, পিট ও জোলির সন্তানেরা এখন যে দোটানার মধ্যে আছে, সেটা ঘোচাতেই বিশেষজ্ঞরা এক সপ্তাহ আগে এ জুটিকে একটি চুক্তিতে আসার আহ্বান জানিয়েছিলেন। এরপর বিশেষজ্ঞরা শিশুদের ভালোর কথা চিন্তা করে সন্তানদের মা জোলিকেই তাদের অভিভাবকত্ব দিয়েছেন।

এ বিষয়ে বিস্তারিত জানানোর মতো মনমানসিকতা জোলির নেই বলে জানান তাঁর সেই মুখপাত্র। তিনি যোগ করেন, জোলি সব সময় পরিবার ও সন্তানদের মঙ্গলের কথা চিন্তা করেই সব সিদ্ধান্ত নিয়েছেন। এখন এ বিষয়টি নিয়ে যত কম ঘাঁটাঘাঁটি হবে, ততই ভালো। কারণ, এই পরিস্থিতির বিরূপ প্রভাব সন্তানদের ওপর পড়ুক, সেটা তিনি চান না।

অনলাইন সাময়িকী ‘এসশোবিজ’ সম্প্রতি একটি প্রতিবেদনে প্রকাশ করে যে পিট ও জোলি দুজনেই দত্তক নেওয়া দুই সন্তান ম্যাডোক্স ও প্যাক্সের অভিভাবকত্ব হারাতে পারেন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.