মোবাইল ফোনে পেমেন্ট সেবাদানকারী প্রতিষ্ঠান শিওর ক্যাশের অ্যাকাউন্ট ব্যবহার করে গ্রাহকরা দেশীয় অনলাইন ই-কমার্স সাইট বাগডুম.কম থেকে নিজেদের পছন্দের পণ্য কেনাকাটা করা যাবে বলে জানিয়েছে ই-কমার্স প্রতিষ্ঠানটি। বৃহস্পতিবার প্রতিষ্ঠানটির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি রাজধানীর গুলশানে বাগডুমের প্রধান কার্যালয়ে প্রতিষ্ঠানের সিইও সৈয়দা কামরুন আহমেদ ও শিওর ক্যাশের সিইও ড. শাহাদাত খান একটি চুক্তি স্বাক্ষর করেন। চুক্তির আওতায় বাগডুমের গ্রাহকরা অনলাইনে কেনাকাটা করে সহজেই মোবাইল ফোনের মাধ্যমে বিল পরিশোধ করা যাবে।
বাগডুমের সিইও সৈয়দা কামরুন আহমেদ বলেন, মোবাইল ফোনে পেমেন্ট সেবা প্রদানের ক্ষেত্রে শিওর ক্যাশ একটি যুগান্তকারী প্রতিষ্ঠান। শিওর ক্যাশের অ্যাপ ব্যবহার করে গ্রাহকরা সহজে অনলাইনে কেনাকাটার পেমেন্ট করতে পারবেন।
শিওর ক্যাশের সিইও ড. শাহাদাত খান বলেন, ‘আমরা বাগডুমের সঙ্গে কাজ করতে পেরে আনন্দিত। দেশে অনলাইন কেনাকাটা এবং মোবাইল পেমেন্ট সেবা এগিয়ে যাওয়ার জন্য একে-অপরের সহায়ক হিসেবে কাজ করব।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, শিওর ক্যাশের সিবিও মো. আবু তালেব ও এসভিপি মো. নূর আল আতাহার এবং বাগডুমের চেয়ারম্যান শামীম আহসান, সিওও মনোয়ার হোসেন খান ও সিএমও মিরাজুল হক প্রমুখ।