জার্মানির বিধ্বস্ত বিমানের কো-পাইলট অ্যান্ড্রেস লুবিটজ মানসিকভাবে অসুস্থ ছিলেন। ছয় বছর আগে থেকেই তিনি মানসিক হতাশা থেকে উত্তরণের জন্য চিকিৎসা নিচ্ছিলেন। দেশটির সরকারি আইনজীবীরা এ তথ্য জানিয়েছেন।
এর আগে, বিমানের ব্লাকবক্সে ধারণ করা তথ্য থেকে জানা যায়, লুবিটজ ইচ্ছাকৃতভাবে বিমানটি বিধ্বস্ত করেছেন। তদন্ত সংশ্লিষ্টরা জানান, লুবিটজ নিজেই ককপিটে বসে দরজা আটকে দেন এবং অবাধে বিমান চালনা করেন। এতে বিমানটি বিধ্বস্ত হয়।
এরপর তদন্তকারীরা তার সম্বন্ধে বিস্তারিত জানতে লুবিটজের দুটি বাড়িতে অভিযান চালায়। দুসেলদর্ফে তার নিজস্ব বাসা ও ফ্রাঙ্কফুটে তার বাবা-মার বাসায় অভিযান চালায় তদন্তকারী কর্মকর্তারা। অভিযান চালিয়ে তার অসুস্থতা ও চিকিৎসা সংক্রান্ত তথ্য পাওয়া যায় বলে জার্মান গণমাধ্যমে বলা হয়েছে।
জার্মানির বিখ্যাত বিমান সংস্থা লুফথানসার সহযোগী প্রতিষ্ঠান জার্মানউইংসের পক্ষ থেকে এ ব্যাপারে কোনো মন্তব্য করা হয়নি। তবে লুফথানসার প্রধান নির্বাহী কার্স্টেন স্পর লুবিটজের ছয় বছর আগের অসুস্থতার কথা স্বীকার করেন। তিনি জানান, পরবর্তী সময়ে পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরই তাকে নিয়োগ দেওয়া হয়।
প্রসঙ্গত, মঙ্গলবার বার্সেলোনা থেকে দুসেলদর্ফে যাওয়ার সময় ফ্রান্সের আল্পস পর্বতের কাছে বিধ্বস্ত হয় জার্মানউইংস পরিচালিত এ-৩২০ মডেলের বিমানটি। এতে ২৪ বছরের পুরনো ওই বিমানটিতে থাকা ১৪৪ যাত্রী ও ৬ পাইলটের সবাই নিহত হয়। সূত্র: বিবিসি/আলজাজিরা/রয়টার্স।