‘ওপেন স্কাই’ চুক্তি থেকে সরে আসার আহ্বান রিজভীর

06-01-16-bnp-press-confe_noya-paltan-office-4_0ভারতের সঙ্গে ‘ওপেন স্কাই’ চুক্তি থেকে সরে দাঁড়ানোর আহ্বান জানিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘এ চুক্তি দেশের স্বার্থবিরোধী। এ চুক্তির ফলে ভারত বেশি লাভবান হবে’।

আজ শুক্রবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সরকারের প্রতি এ আহ্বান জানান তিনি।

তিনি বলেন, ‘ভারতসহ পৃথিবীর অনেক দেশের সঙ্গেই বাংলাদেশের আকাশ চুক্তি আছে। কিন্তু কোনো দেশের সঙ্গেই মুক্ত আকাশ সুবিধা দেওয়ার চুক্তি নেই। সমুদ্র ও নৌপথে চলাচল ও ভারতের সঙ্গে ‘ওপেন স্কাই’ চুক্তি করছে বাংলাদেশ। ভারত-বাংলাদেশের বিভিন্ন বন্দর, সড়ক ও মুক্ত আকাশ সুবিধা নিলে আক্ষরিক অর্থে আমাদের নিরাপত্তা, স্বাধীনতা-সার্বভৌমত্ব বলে কিছুই থাকবে না।’

রিজভী বলেন, ‘বিনা ভোটে সরকার ক্ষমতায় আসার পর ভারতের সঙ্গে একের পর এক চুক্তি করে যাচ্ছে। বাংলাদেশকে তারা ভারতের হাতে উজাড় করে দিচ্ছে। অথচ বিনিময়ে বাংলাদেশ এখন পর্যন্ত কিছুই পায়নি। ভারত একতরফাভাবে অভিন্ন নদীর পানি প্রত্যাহার করে নিয়েছে। এক লিটার পানিও তারা ছাড় দিচ্ছে না। ইতোমধ্যে বলতে গেলে বিনামূল্যেই ট্রানজিট সুবিধা দেওয়া হয়েছে।’

বিএনপির এ নেতা বলেন, ‘বাংলাদেশ ও বিশ্ব জনমতকে উপেক্ষা ও অগ্রাহ্য করে ভারত জবরদস্তিমূলকভাবে রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প চালু করতে গিয়ে বাংলাদেশের পরিবেশ-প্রতিবেশ ও আবহাওয়া ধ্বংস করে মানুষকে বিলুপ্তযুগের প্রাণীদের দলে ঠেলে দেওয়ার আয়োজন চলছে।’

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচন প্রসঙ্গে রিজভী বলেন, ‘নির্বাচনকে ঘিরে ভোটারদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা থাকলেও তারা এক ধরণের ভীতি ও আশঙ্কার দোলাচলে দুলছেন। দিন যত ঘনিয়ে আসছে ক্ষমতাসীন দলের নেতাকর্মী, ক্যাডারদের দৌরাত্মের মাত্রা বৃদ্ধি পাচ্ছে। সহিংসতা এড়াতে নির্বাচনের আগে সেখানকার বৈধ অস্ত্র জমা নিয়ে অবৈধ অস্ত্র উদ্ধারের উদ্যোগ এখনও নেওয়া হয়নি।’

তিনি আরও বলেন, ‘নাসিক নির্বাচনকে ঘিরে আইন-শৃঙ্খলা বাহিনী ও স্থানীয় প্রশাসনের ভূমিকা এখনও প্রশ্নবিদ্ধ। তারা আওয়ামী সন্ত্রাসীদের দৌরাত্ম্য কমাতে কার্যকর কোনো পদক্ষেপই গ্রহণ করছেন না ।’ সুষ্ঠু নির্বাচনে জন্য সেনা মোতায়েনের বিকল্প নেই বলে উল্লেখ করেন রিজভী।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.