আজ শনিবার রাত ৭টা ৪৫ মিনিটে এটিএন বাংলায় প্রচারিত হবে তথ্যচিত্র ‘ঘোড়সওয়ার’ ৷ প্রায় সাত মিনিটের এই ছবির গল্পটি তাসমিনার ৷ নওগাঁর এই কিশোরী ঘোড়া চালায় ৷ ঘোড়দৌড়ে জিততে চায়; মেডেল বা পুরস্কার নয়, জয়ের নেশায়! অদম্য তাসমিনার জয়ের কাহিনি নিয়েই এই ছবি, ‘ঘোড়সওয়ার’ ৷ আনিসুল হকের তত্ত্বাবধানে তথ্যচিত্রটি নির্মাণ করেন তানহা জাফরীন ৷ রোকেয়া দিবসে প্রথম আলোর নিবেদন এই তথ্যচিত্র।