অবশেষে মোমের দেশে ঠাঁই হল ‘চিকনি চামেলী’ খ্যাত বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফের। ক্যাট ভক্তরা জানেন, তার মোমের প্রতিমূর্তি স্থান পেয়েছে লন্ডনের মাদাম তুসোর জাদুঘরে। ইতোমধ্যে দুই ক্যাটরিনা হাসিমুখে পোজও দিলেন। ক্যাট জানান, এটা অনেক মজার বিষয়। মূর্তিটি দেখতে একদম তার মতন।
এনডিটিভি জানায়, ক্যাটরিনা কাইফ হলেন সর্বশেষ বলিউড তারকা যিনি মাদাম তুসোর জাদুঘরে যোগ দিলেন। নিজের বলিউড ক্যারিয়ারের ১৫ বছর উপলক্ষে তিনি মোমের মূর্তিটি উন্মোচন করেন।
মাদাম তুসো জানান, জাদুঘরের মূর্তি নির্মাতারা অনেকদিন ধরে ভারতীয় চলচ্চিত্রকে নিবিড়ভাবে দেখছেন। তারা এ সময়ের বলিউড আকর্ষণকে ধরে রাখতে চান।
ক্যাটরিনার মা ব্রিটিশ ও বাবা কাশ্মিরী। ৩১ বছর বয়সী এ অভিনেত্রী ১৭ বছর বয়সে বলিউডে পা রাখেন। তিনি বলিউড অভিষেকের ১৫তম বছরে বিশ্ববিখ্যাত এ জাদুঘরে নাম লেখালেন। বলিউড তারকাদের মধ্যে সবচেয়ে কম বয়সে। এর আগে এ মোমের রাজ্যে স্থান পেয়েছিলেন অমিতাভ বচ্চন (২০০০), ঐশ্বরিয়া রাই (২০০৪), শাহরুখ খান (২০০৭), সালমান খান (২০০৮), হৃতিক রোশন (২০১১) ও মাধুরী দীক্ষিত (২০১২)।
ক্যাটরিনার মূর্তি তৈরীতে ২০ জন ভাস্কর ও শিল্পীর একটি দল ৪ মাস কাজ করেছেন। এর জন্য তারা ১০০ বারের বেশি ক্যাটরিনার সঙ্গে দেখা করেছেন। খরচ পড়েছে ১৪ কোটি রুপি।