ফাইলের গতিবিধির স্বচ্ছতায় মনিটরিং চালু করছেন তারানা

downloadডাক ও টেলিযোগাযোগ বিভাগের দাফতরিক বিভিন্ন কাজের ফাইলে গতিবিধির স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে মনিটরিং সিস্টেম চালু করতে যাচ্ছেন বিভাগের প্রতিমন্ত্রী তারানা হালিম।

সোমবার (১২ ডিসেম্বর) সচিবালয়ে এই কার্যক্রমের উদ্বোধন করবেন প্রতিমন্ত্রী। টেলিযোগাযোগ বিভাগের একজন কর্মকর্তা জানান, ডিজিটাল মনিটরিংয়ে কোনো ফাইলে কী অবস্থায় অর্থাৎ কী অগ্রগতিতে এবং কার কাছে আছে তা জানানোর ব্যবস্থা করা হয়েছে।

প্রতিমন্ত্রীর দফতর থেকে ফাইলগুলোর গতিবিধি মনিটরিং করা হবে বলে জানান ওই কর্মকর্তা।

বিভাগের কাজে গতি আনতে এর আগে তারানা হালিম একটি রেজিস্ট্রার খাতা খুলে ফাইলের মুভমেন্ট নজরদারি করছিলেন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.