বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, সরকার অতি শিগগিরই বাগেরহাটের ফকিরহাট উপজেলার ফয়লা এলাকায় একটি পূর্ণাঙ্গ বিমান বন্দর নির্মাণ করবে।
গতরাতে খুলনা সার্কিট হাউজে স্থানীয় ১৪ দলীয় জোট নেতাদের সঙ্গে এক মতবিনিময় সভায় মন্ত্রী একথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় এমপি মিজানুর রহমান মিজান।
মন্ত্রী বলেন, প্রাথমিকভাবে এখানে স্টল প্লেন সার্ভিস স্থাপন করা হবে।
মন্ত্রী বলেন, পর্যটন খাত জোরদার এবং বিশ্ব ঐতিহ্য ম্যানগ্রোভ বন সন্দরবনসহ দেশের পর্যটন স্পটগুলোতে পর্যটক আকর্ষণের লক্ষ্যে অনুকূল পরিবেশ তৈরির মাধ্যমে রাজস্ব আয় বৃদ্ধি বর্তমান সরকারের লক্ষ্য।
খুলনার বয়রা-মজুগুন্নি এলাকায় ৫ একর জমিতে একটি ট্যুরিজম অফিস ও একটি মোটেল তৈরি করা হবে উল্লেখ করে মন্ত্রী বলেন, দেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলের ট্যুরিজম বিকাশে খুলনা প্রত্নতত্ত্ব অধিদফতরের অধীনে অন্তত ৭১টি প্রত্নতত্ত্ব গবেষণা অঞ্চলের উন্নয়ন করা হবে।
ট্যুরিজম খাতের অগ্রগতির জন্য মানসিক উন্নয়নের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করেন। মন্ত্রী বলেন, সুন্দরবনকে কেন্দ্র করে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পর্যটন বিভাগের উন্নয়ন হবে।
মন্ত্রী সুন্দরবনের জীব-বৈচিত্র্য সংরক্ষণ ও পরিবেশ রক্ষার জন্য বন বিভাগের কর্মকর্তাদের নির্দেশ দেন।
ওয়ার্কার্স পার্টির খুলনা শাখার সভাপতি হাফিজুর রহমান ভুইয়া, ১৪ দলীয় জোট নেতা সাইদুর রহমান, দীপঙ্কর শাহ দীপু, রফিকুর হক খোকন, ফজলুর রহমান, এফএম ইকবাল, তপন কুমার রায়, জেডএ মাহমুদে ডন ও মিজানুর রহমান রাজা অন্যান্যের মধ্যে অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
আরও খবর