হযরত শাহজালাল ( রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আজ বিকেলে প্রায় ৫ কোটি টাকা মূল্যের বিভিন্ন মোবাইল ফোন সেট, ইলেকট্রনিক্স পণ্য ও যন্ত্রপাতি আটক করেছে বিমানবন্দর শুল্ক গোয়েন্দা কর্তৃপক্ষ। বুধবার বিকেল ৫টার দিকে বিমানবন্দর থেকে এ সব মোবাইল ফোন ও যন্ত্রপাতি আটক করা হয়।
বিমানবন্দর শুল্ক গোয়েন্দা বিভাগের যুগ্ন-কমিশনার মো: জিয়া উদ্দিন বাসসকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, হংকং থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এসএইচ ইন্টারন্যাশনাল নামে একটি প্রতিষ্ঠানের ঠিকানায় এই পণ্যগুলো পাঠানো হয়।
আরও খবর