বিমানে বিশেষ নিরাপত্তা ব্যবস্থার ঘোষণা

bbbbbbbbbফ্রান্সের আল্পসে জার্মানউইংসের বিমান বিধ্বস্ত হয়ে ১৫০ জনের মৃত্যুর পর বিমানে বিশেষ নিরাপত্তা ব্যবস্থার ঘোষণা দিয়েছে জার্মান এভিয়েশন অ্যাসোসিয়েশন। সংগঠনটি জানিয়েছে, বিমানের অন্তত দুজন ক্রুর সব সময় বিমানের ককপিটে থাকার নিয়ম বাধ্যতামূলক করা হবে।

ভার্জিন এয়ার ও ইজিজেটসহ বেশ কয়েকটি ইউরোপীয় এয়ারলাইনস ইতিমধ্যেই এই ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে। জার্মানউইংসের বিধ্বস্ত বিমানের ডাটা রেকর্ডার থেকে জানা যায়, বিমানটির কো-পাইলট ইচ্ছাকৃতভাবেই বিমানটি ধ্বংস করেছেন। এর পরই বিমানে বিশেষ নিরাপত্তা ব্যবস্থার এ ঘোষণা এলো।

ফ্রান্সের এক তদন্ত কর্মকর্তা জানান, বিধ্বস্ত হওয়ার আগে এর পাইলট ককপিটের বাইরে গিয়েছিলেন। তখন কো-পাইলট ককপিটের দরজা বন্ধ করেন। পাইলট ফিরে এসে আর ককপিটে ঢুকতে পারেননি। পাইলটের ডাকে সাড়াও দেননি কো-পাইলট।

দেড় শ আরোহীকে সঙ্গে নিয়ে কো-পাইলট আন্দ্রিয়াস লুবিৎস কেন স্বেচ্ছায় আল্পসের দিকে বিমান উড়িয়ে নিয়ে বিধ্বস্ত করলেন তার জবাব খুঁজতে তাঁকে নিয়ে এখন চলছে চুলচেরা বিশ্লেষণ। সূত্র : বিবিসি

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.