অভ্যন্তরীণ নীতিমালা ভেঙেছে গ্রামীণফোন: টেলিনর

grameen-phone_0কমপক্ষে ১১টি স্পন্সরশিপ চুক্তির ক্ষেত্রে অভ্যন্তরীণ নীতিমালা ভেঙেছে দেশের শীর্ষ মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোন।

গ্রামীণফোনের ৫৫ দশমিক ৮ শতাংশ শেয়ারের মালিক টেলিনরের নিরীক্ষায় এ তথ্য উঠে এসেছে বলে সোমবার প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এতে বলা হয়, অভ্যন্তরীণ নীতিমালা ভঙ্গের এ ঘটনা গ্রহণযোগ্যে নয়। এরই মধ্যে সংশোধন ও প্রতিরোধমূলক ব্যবস্থাও নেওয়া হয়েছে।

টেলিনর জানিয়েছে, এসব স্পন্সরশিপ চুক্তির মধ্যে বাংলাদেশ সশস্ত্র বাহিনী সংশ্লিষ্ট একটি ক্রীড়া আয়োজনের পৃষ্ঠপোষকতার ক্ষেত্রে নীতিমালার সবচেয়ে বড় ব্যতয় ঘটেছে।

এছাড়া বাংলাদেশ পুলিশের প্রতিষ্ঠাবার্ষিকী, পুলিশ ক্যান্টিনের সংস্কার, পুলিশের একটি টেলিফোন ডিরেক্টরি প্রকাশে অর্থ সহায়তা এবং দুই সাংবাদিকের পশ্চিম আফ্রিকা ও শ্রীলঙ্কা সফরের ভ্রমণ ব্যয় বহনের ক্ষেত্রেও অনিয়মের প্রমাণ পেয়েছেন টেলিনরের নিরীক্ষকরা।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, গ্রামীণফোনের স্পন্সরশিপ চুক্তিতে অনিয়মের বিষয়টি তাদের অভ্যন্তরীণ নিরীক্ষায় প্রথম ধরা পড়ে ২০০৩ সালে।

সেনাবাহিনী সংশ্লিষ্ট একটি ক্রীড়া আয়োজনের পৃষ্ঠপোষকতার জন্য ওই চুক্তি করা হয়েছিল। ওই নিরীক্ষা প্রতিবেদনের ভিত্তিতে নীতিমালা পর্যালোচনার পাশাপাশি সব ধরনের স্পন্সরশিপ অনুমোদনের জন্য একটি কমিটি করে দেওয়া হয় কোম্পানির পক্ষ থেকে।

কিন্তু ২০১৬ সালে নিরীক্ষকরা কমপ্লায়েন্স রিভিউ করতে গিয়ে আরও বেশ কিছু স্পন্সরশিপ চুক্তির খোঁজ পান, যেগুলো টেলিনরের নীতিমালা অনুযায়ী গ্রহণযোগ্যর নয়।

নিরীক্ষায় অনিয়মের বিষয়টি ধরা পড়ার সঙ্গে সঙ্গে তা টেলিনরের সিইও সিগভে ব্রেক্কে এবং পরিচালনা পর্ষদের চেয়ারম্যাযন গুন ভ্রেস্টেডকে জানানো হয়েছে।

একই সঙ্গে নিয়ম ভেঙে করা স্পন্সরশিপ চুক্তিগুলো তাৎক্ষণিকভাবে বাতিল করেছে প্রতিষ্ঠানটি।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.