নন রেসিডেন্ট জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ইতালি (এনআরবিজাই)-এর নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। ১১ ডিসেম্বর (রোববার) স্থানীয় একটি চিকেন হাটে সদ্য নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সদস্যদের উপস্থিতিতে প্রথম সভা অনুষ্ঠিত হয়।
সভায় আগামী ৫ ফেব্রুয়ারি অভিষেক অনুষ্ঠান নিয়ে আলোচনা করা হয়। সবার সম্মতিক্রমে সমবায় ভিত্তিতে সদস্য কল্যাণ ফান্ড এনআরবিজাইর সদস্যদের জন্য একটি স্থায়ী আবাসন পল্লী গঠনে সহায়তা করবে বলে বৈঠকে আলোচনা হয়।
দুই বছর মেয়াদী এই কল্যাণ ফান্ড পৃথক বৈঠকে শর্তাবলী নির্ধারণ করে তা প্রকাশ করবে। সংগঠনের রেজিস্ট্রেশন করা নিয়েও সদস্যরা আলোচনা করেন। এসময় প্রিন্ট মিডিয়াসহ অন্যান্য সাংবাদিকরা উপস্থিত ছিলেন।