জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার সাক্ষীদের পুনরায় সাক্ষ্য গ্রহণের জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আবেদনের ওপর আজ হাইকোর্টে শুনানি অনুষ্ঠিত হবে। বিচারপতি এম ইনায়েতুর রহিম ও জেবিএম হাসানের ডিভিশন বেঞ্চ বুধবার দুপুর ২টায় শুনানির জন্য দিন ধার্য করেছে।
এর আগে হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চের বিচারপতি এই আবেদনের ওপর শুনানি গ্রহণে বিব্রতবোধ করেন। পরে আবেদনটি প্রধান বিচারপতির কাছে পাঠানো হয়। যে বেঞ্চের বিচারপতি বিব্রত করেছিলেন সে বেঞ্চের দুদকের মামলার শুনানি করার এখতিয়ার ছিল না। এরপর প্রধান বিচারপতি আবেদনটি তৃতীয় বেঞ্চে না পাঠিয়ে সংশ্লিষ্ট শাখায় পাঠিয়ে দেন।
এরপর খালেদা জিয়ার আইনজীবী এজে মোহাম্মদ আলী আবেদনটি শুনানির জন্য বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন বেঞ্চে উপস্থাপন করেন। ঢাকার বিশেষ জজ আদালত-৩ এই মামলার সাক্ষীদের পুনরায় সাক্ষ্য নেয়ার আবেদন খারিজ করে দেয়। এই খারিজের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন খালেদা জিয়া।