নিউইয়র্কে বিজয় দিবস উদযাপন

bads_1-sm20161213211655নিউইয়র্ক উৎসবমুখর পরিবেশে মহান বিজয় দিবস উদযাপন করেছে বাঙালিদের অন্যতম সামাজিক সংগঠন বাংলাদেশি-আমেরিকান ডেমোক্রেটিক সোসাইটি এবং তিতাস মাল্টি সার্ভিসেস।

এ উপলক্ষে গত ১১ ডিসেম্বর ব্রঙ্কসের স্টারলিং-বাংলাবাজার এলাকায় মামুন’স টিউটোরিয়াল মিলনায়তনে আলোচনা, লিগেল সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশি-আমেরিকান ডেমোক্রেটিক সোসাইটির প্রেসিডেন্ট শামীম আহমেদ। মূল বক্তা ছিলেন তিতাস মাল্টি সার্ভিস’র প্রেসিডেন্ট মেহের চৌধুরী।

রুহেল চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- মাইকেল বেল্টজার, কেরল রবিনসন, কমিউনিটি অ্যাক্টিভিস্ট আবদুল মোসাব্বির, ফয়ছল আহমেদ চৌধুরী, মো. গিয়াস উদ্দিন, শাহ রাহিম শ্যামল, মশকুরুল হক, ইকবাল হোসেন, কবি আল ফয়েজ, ইঞ্জিনিয়ার মো. আবদুল খালেক প্রমুখ।

সেমিনারে প্রবাসীদের অধিকার সমুন্নত রাখতে বক্তারা অভিবাসন, সংখ্যালঘুদের অধিকার, চিকিৎসা ও শিক্ষা নিয়ে কথা বলেন।বক্তারা বলেন, পঁয়তাল্লিশতম বিজয় দিবসে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্ভাসিত বাংলাদেশ একাত্তরের চেতনায় জেগে ওঠার সময় এসেছে।

অনুষ্ঠানের শুরুতে সমবেত জাতীয় সংগীত পরিবেশন করা হয়। এরপর শহীদদের স্মরণে দাঁড়িয়ে ১ মিনিট নীরবতা পালন করা হয়।

সবশেষে ছিলো মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা। প্রবাসের জনপ্রিয় শিল্পী জিল্লুর রহমান, বাবলী হক, শাহনাজ বেগম প্রমুখ সঙ্গীত পরিবেশন করেন।

বিপুলসংখ্যক প্রবাসী উপস্থিত থেকে অনুষ্ঠান উপভোগ করেন। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বাংলাদেশি-আমেরিকান ডেমোক্রেটিক সোসাইটির কর্মকর্তারা।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.