চট্টগ্রাম থেকে কলকাতায় নভোএয়ার এর ফ্লাইট শুরু

504699চট্টগ্রাম-কলকাতা-চট্টগ্রাম রুটে ফ্লাইট পরিচালনা শুরু করেছে দেশের শীর্ষস্থানীয় বেসরকারি বিমান সংস্থা নভোএয়ার। বুধবার শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে চট্টগ্রাম থেকে কলকাতা রুটের প্রথম ফ্লাইট উদ্বোধন করা হয়।

এ সময় নভোএয়ার এর ব্যবস্থাপনা পরিচালক জনাব মফিজুর রহমান, নভোএয়ার এর পরিচালক জনাব হাসিবুর রশিদ, শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের ম্যানেজার উইং কমান্ডার মোহাম্মদ রিয়াজুল কবির, শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের বিভিন্ন সংস্থা ও নভোএয়ার এর উধ্বর্তন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জনাব মফিজুর রহমান বলেন, ২০১৩ সাল থেকে সাফল্যের সাথে অভ্যন্তরীণ রুট এবং আন্তর্জাতিক রুট ইয়াঙ্গুনে ফ্লাইট পরিচালনা করছে। সেই ধারাবাহিকতায় ১লা ডিসেম্বর থেকে ঢাকা থেকে কলকাতা রুটে ফ্লাইট পরিচালনা শুরু করেছি।

তিনি বলেন, চট্টগ্রাম বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী। তাই নভোএয়ার সম্মানিত যাত্রীদের সুবিধার্থে চট্টগ্রাম থেকে কলকাতা সরাসরি ফ্লাইট পরিচালনা শুরু করেছে।

অনুষ্ঠানে জানানো হয়, চট্টগ্রাম-কলকাতা-চট্টগ্রাম রুটে প্রোমোশনাল রিটার্ন ভাড়া সর্বনি¤œ ১১,৫৫৫ টাকা (সকল ট্যাক্সসহ) নির্ধারন করা হয়েছে। প্রতি সোমবার, বুধবার ও শনিবার সপ্তাহে ৩টি ফ্লাইট পরিচালনা করা হবে। বিকাল ২ টা ৫০ মিনিটে চট্টগ্রাম থেকে ছেড়ে কলকাতায় স্থানীয় সময় বিকাল ৩টা ৩৫ মিনিটে পৌছবে। কলকাতা থেকে স্থানীয় সময় বিকাল ৪টা ২০ মিনিটে ছেড়ে ৬ টা ০৫ মিনিটে চট্টগ্রামে পৌছবে।

১লা ডিসেম্বর থেকে ঢাকা থেকে কলকাতা রুটে ফ্লাইট পরিচালনা শুরু করে নভোএয়ার। ঢাকা-কলকাতা-ঢাকা রুটে প্রোমোশনাল রিটার্ন ভাড়া সর্বনি¤œ ৯,৯৯৯ টাকা (সকল ট্যাক্সসহ) নির্ধারন করা হয়েছে। প্রতি মঙ্গলবার, বৃহস্পতিবার, শুক্রবার ও রোববার সপ্তাহে ৪টি ফ্লাইট পরিচালনা করছে। বিকাল ২ টা ২৫ মিনিটে ঢাকা থেকে ছেড়ে কলকাতায় স্থানীয় সময় বিকাল ৩টায় পৌছে। কলকাতা থেকে স্থানীয় সময় বিকাল ৪টায় ছেড়ে ৫টা ৩৫ মিনিটে ঢাকায় পৌছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.