ককপিটকে টয়লেট ভেবেছিলেন বালিগামী বিমানের যাত্রী

cockpitএভিয়েশন নিউজ: ইন্দোনেশিয়ার বালিগামী বিমানে যে যাত্রীর কারণে হাইজ্যাক এলার্ট জারি করতে হয়েছিল তিনি মদ্যপ হওয়ার কথা অস্বীকার করে দাবি করেছেন যে তিনি আসলে টয়লেট বলে ভুল করে ককপিটের দরজায় ধাক্কা দিয়েছিলেন। গতকাল শনিবার এ কথা জানিয়েছে ইন্দোনেশিয়ার পুলিশ।

ইন্দোনেশীয় পুলিশ জানায়, ‘অভিযুক্ত যাত্রী ম্যাট ক্রিস্টোফার লকলি দাবি করেছেন তিনি ভার্জিন অস্ট্রেলিয়া ফ্লাইটে বালি দ্বীপ যাওয়ার সময় ‘বিষণ্ণ’ ছিলেন।

কেননা তিনি তার যোগাযোগ হারানো ইন্দোনেশীয় স্ত্রীকে খুঁজছিলেন।’

গত শুক্রবার ওই যাত্রী ককপিটের দরজায় ধাক্কা দিতে শুরু করলে পাইলট হাইজ্যাক প্রচেষ্টার রিপোর্ট করেন এবং ব্রিসবেন থেকে ছেড়ে আসা বোয়িং ৭৩৭-৮০০ বিমানটি বালি দ্বীপে জরুরি অবতরণ করলে নিরাপত্তা বাহিনী বিমানবন্দরে ছুটে যায়। ভারি অস্ত্র সজ্জিত বিমানবাহিনীর কর্মকর্তারা লকলিকে টেনে বিমান থেকে নামিয়ে আনেন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.